প্রধানমন্ত্রীরদপ্তর

উপহার হিসেবে পাওয়া প্রধানমন্ত্রীর স্মারক সংগ্রহগুলি নিলামে সংগ্রহের জন্য দেশবাসীর উৎসাহ-উদ্দীপনায় আনন্দ প্রকাশ প্রধানমন্ত্রীর

Posted On: 28 SEP 2022 5:40PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর, ২০২২

উপহার হিসেবে পাওয়া প্রধানমন্ত্রীর স্মারক সামগ্রী নিলামে সংগ্রহ করার জন্য যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে তাতে আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনি সকল দেশবাসীকে বিশেষত, তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়েছেন নিলামের এই উপহার সামগ্রীগুলি পরিদর্শন ও সংগ্রহের জন্য। তিনি বলেছেন, এই উপহার সামগ্রী সংগ্রহ করে তাঁরা তাঁদের পরিবার-পরিজন ও বন্ধুদের হাতে উপহার হিসেবে তুলে দিতে পারেন।

এক ট্যুইট বার্তায় এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন :

“গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রীর স্মারক উপহারগুলি সংগ্রহের জন্য যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে আমি আনন্দিত। বেশ কয়েক বছর যাবৎ বই থেকে শুরু করে শিল্পসামগ্রী এবং কাপ, সেরামিক্স ও পেতলের তৈরি সামগ্রী সহ আমার উপহারের তালিকায় রয়েছে এক বিশাল সংগ্রহ। এ সমস্ত কিছুই এখন নিলামে বিক্রি করা হচ্ছে। (pmmementos.gov.in/#/)

প্রধানমন্ত্রী স্মারক উপহারগুলি বিক্রি করে যে অর্থ সংগৃহীত হবে তা ‘নমামি গঙ্গে’ কর্মসূচি রূপায়ণে ব্যয় করা হবে। আমি আপনাদের সকলকে, বিশেষত তরুণ প্রজন্মকে আহ্বান জানাব, নিলামের এই উপহার সামগ্রী পরিদর্শন ও সংগ্রহ করে তা তাঁদের বন্ধুবান্ধব ও পরিবার-পরিজনের হাতে উপহার হিসেবে তুলে দেওয়ার জন্য।”


PG/SKD/DM



(Release ID: 1863328) Visitor Counter : 127