প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

নবরাত্রির শুভক্ষণে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রীর

দেবী শৈলপুত্রীর কাছে প্রার্থনাও জানালেন তিনি

Posted On: 26 SEP 2022 10:09AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর, ২০২২

নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নবরাত্রির সূচনায় দেবী শৈলপুত্রীর কাছে প্রার্থনা জানিয়েছেন তিনি। দেবীর কৃপায় সকলের সুখ, স্বাস্থ্য ও সৌভাগ্যও কামনা করেছেন তিনি।

একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন –

“শক্তি উপাসনার মাহেন্দ্রক্ষণ নবরাত্রি উপলক্ষে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আস্থা ও বিশ্বাসের এই উৎসবের মুহূর্তে সকলের জীবনে নতুন শক্তি ও উৎসাহ সঞ্চারিত হোক - এই কামনা জানাই। জয় মাতাদি!”

“वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखराम्‌।

वृषारूढां शूलधरां शैलपुत्रीं यशस्विनीम्‌ ।।”

“দেবী শৈলপুত্রীর আরাধনার সঙ্গে সঙ্গেই আজ থেকে শুভ সূচনা হল নবরাত্রির। তাঁর কৃপায় সকলের জীবন সুখ, স্বাস্থ্য ও সৌভাগ্যপূর্ণ হয়ে উঠুক - এই কামনা জানাই।”

 
PG/SKD/DM


(Release ID: 1862256) Visitor Counter : 120