নারীওশিশুবিকাশমন্ত্রক
azadi ka amrit mahotsav

ফল, সব্জি, ভেষজ উদ্ভিদ এবং ঔষধি সহজে এবং সুলভ মূল্যে পেতে দেশ জুড়ে পোষণ বাটিকা বা পুষ্টি-বাগান স্থাপন করা হচ্ছে

Posted On: 23 SEP 2022 12:31PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর, ২০২২

আয়ুষ মন্ত্রক মহিলা ও শিশুবিকাশ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে যে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে তার মধ্যে প্রায় ৪ লক্ষ ৩৭ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুষ্টি-বাগান তৈরি করছে। এখনও পর্যন্ত ছয়টি রাজ্যের নির্বাচিত কয়েকটি জেলা জুড়ে ১ লক্ষ ১০ হাজার ঔষধি চারা রোপণ করা হয়েছে।

২০২২-এর পোষণ মাস চলাকালীন পোল্ট্রি / মৎস্যচাষ সহ পুষ্টি-বাগান কর্মসূচি দেশজুড়ে ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে।

এছাড়াও, নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বা তার চারধারে, যার সংখ্যা প্রায় ৪০ হাজার সেখানে পোষণ বাটিকার মডেল অনুসরণ করে পুষ্টি-বাগান তৈরির জন্য প্রায় ৪০ হাজার জমিকে চিহ্নিত করা হয়েছে।

২০১৮-র ৮ মার্চ প্রধানমন্ত্রীর চালু করা পোষণ অভিযানের লক্ষ্য শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মহিলা এবং স্তন্যদাত্রী মায়েদের পুষ্টি প্রদান। অপুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বিতীয় পর্বের মিশন পোষণ-এর মূল উদ্দেশ্য হল শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী মহিলা এবং স্তন্যদাত্রী মায়েদের পুষ্টির উপাদান এবং প্রসবের ক্ষেত্রে কৌশলগত পরিবর্তনের মাধ্যমে এই ইকো-সিস্টেম গড়ে তোলা হচ্ছে। এতে স্বাস্থ্যের উন্নতির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে।

PG/AB/DM


(Release ID: 1861801) Visitor Counter : 176