তথ্যওসম্প্রচারমন্ত্রক
প্রধানমন্ত্রীর নির্বাচিত ভাষণের সংগ্রহ - ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’-এর আনুষ্ঠানিক প্রকাশ
Posted On:
22 SEP 2022 10:23AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নির্বাচিত ভাষণের সংগ্রহ (মে, ২০১৯ থেকে মে, ২০২০) - ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’-এর আনুষ্ঠানিক প্রকাশ হবে ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায়। নতুন দিল্লিতে আকাশবাণী ভবনের রং ভবন প্রেক্ষাগৃহে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রকাশন বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেরালার রাজ্যপাল শ্রী আরিফ মহম্মদ খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতের প্রাক্তন উপ-রাষ্ট্রপতি শ্রী ভেঙ্কাইয়া নাইডু। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ সিং ঠাকুর এই অনুষ্ঠানের আয়োজক। এছাড়াও, মন্ত্রকের সচিব শ্রী অপূর্ব চন্দ্রা এবং অন্যান্য পদস্থ আধিকারিক এবং বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ভাষণের নির্বাচিত অংশবিশেষ নিয়ে এই বইটি – এতে ১৩০ কোটি ভারতবাসীর আশা-আকাঙ্ক্ষার কথা ফুটে উঠেছে। এছাড়াও, ‘জন-ভাগীদারি’ বা সকলকে একসঙ্গে নিয়ে চলার মাধ্যমে নতুন ভারত গঠনের যে কাজ প্রধানমন্ত্রী চালাচ্ছেন, তার ছবিও ফুটে উঠেছে।
২০১৯ সালের মে মাস থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর ৮৬টি ভাষণ এই বইটিতে জায়গা পেয়েছে। ১০টি ভাগে বিষয়গুলিকে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে - ‘আত্মনির্ভর ভারত : অর্থনীতি’, ‘জনগণই প্রথম শাসন ব্যবস্থা’, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই’, ‘জয় কিষাণ’, ‘প্রযুক্তি নির্ভর ভারত, নতুন ভারত’, ‘সবুজ ভারত, স্বচ্ছ ভারত’, ‘সুস্থ ভারত, সক্ষম ভারত’, ‘সাংস্কৃতিক ঐতিহ্য’, ‘মন কি বাত’ এবং ‘ভারতের ঐতিহ্য ও আধুনিক ভারত’।
বইটিতে নতুন ভারতকে আত্মনির্ভর, সক্ষম এবং চ্যালেঞ্জগুলিকে সম্ভাবনায় পরিণত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর অসাধারণ বাগ্মিতা এবং জনসংযোগের ক্ষমতা তাঁকে দেশবাসীর সঙ্গে একাত্ম করে তুলেছে। এই একই দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে এই বইটিতেও যেখানে তিনি বলছেন, “আমরা ‘সবকা সাথ, সবকা বিকাশ’ – এই মন্ত্র নিয়ে শুরু করেছিলাম, কিন্তু পাঁচ বছর কাজ করার পর জনগণ এতে যুক্ত করেছেন আরও এক দুর্দান্ত শব্দ যা হল – ‘সবকা বিশ্বাস’।”
হিন্দি ও ইংরেজিতে এই বইটি প্রকাশিত হবে। নতুন দিল্লির সিজিও কমপ্লেক্সের সূচনা ভবনে প্রকাশন বিভাগের বুক গ্যালারির পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে প্রকাশন বিভাগের শাখা থেকে বইটি কেনা যাবে। এছাড়া, ‘ভারতকোষ’ প্ল্যাটফর্ম এবং পাবলিকেশন ডিভিশনের ওয়েবসাইট থেকে অনলাইনেও বইটি কেনা যাবে। অ্যামাজন ও গুগল প্লে-তে ই-বইটি পাওয়া যাবে।
উল্লেখ্য, ভারতের সমৃদ্ধশালী সাংস্কৃতিক ঐতিহ্য এবং জাতীয় গুরুত্ব রয়েছে এমন বিভিন্ন বিষয়ের ওপর বই ও জার্নাল প্রকাশ করে প্রকাশন বিভাগ। এটি ১৯৪১ সালে স্থাপিত হয়েছিল। বিভিন্ন ভাষায় ভারতের ইতিহাস, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, কর্মসংস্থান, আত্মজীবনীমূলক বই এখান থেকে প্রকাশিত হয়।
ডিভিশনের জনপ্রিয় মাসিক জার্নালের মধ্যে রয়েছে ‘যোজনা’, ‘কুরুক্ষেত্র’ এবং ‘আজকাল’, সাপ্তাহিক কর্মসংস্থান-ভিত্তিক সংবাদপত্র ‘এমপ্লয়মেন্ট নিউজ’ ও ‘রোজগার সমাচার’।
PG/PM/DM
(Release ID: 1861460)
Visitor Counter : 153
Read this release in:
Punjabi
,
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam