প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

শ্রীমদ পঞ্চখণ্ড পীঠাধীশ্বর আচার্য ধর্মেন্দ্রর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

Posted On: 19 SEP 2022 7:59PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীমদ পঞ্চখণ্ড পীঠাধীশ্বর আচার্য ধর্মেন্দ্রর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন –

“সমাজ ও দেশসেবায় সমর্পিত ছিলেন শ্রীমদ পঞ্চখণ্ড পীঠাধীশ্বর আচার্য ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে আমি অত্যন্ত ব্যথিত। তাঁর প্রয়াণে ধর্মীয় ও আধ্যাত্মিক জগতে অপূরণীয় ক্ষতি হল। ঈশ্বর তাঁকে নিজের চরণে স্থান দিন। ওম শান্তি!”

PG/PM/DM


(Release ID: 1860935) Visitor Counter : 138