মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি

মূল্য সহায়তা কর্মসূচি ও মূল্য স্থিতিশীলতা তহবিলের আওতায় বিশেষ ভর্তুকি সহায়তা মূল্যে রাজ্যগুলিকে ছোলার ডাল সরবরাহের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অড়হর, বিউলি ও মুসুর ডালের সংগ্রহের মাত্রা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হচ্ছে

Posted On: 31 AUG 2022 12:18PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৩১ আগস্ট ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ বিশেষ সহায়ক মূল্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ছোলার ডাল সরবরাহের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। মূল্য সহায়তা কর্মসূচি এবং মূল্য স্থিতিশীলতা তহবিলের আওতায় সংগৃহীত এই ডালশস্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির রূপায়ণে বন্টন করা হবে। মূল্য সহায়তা কর্মসূচির আওতায় অড়হর, বিউলি এবং মুসুর ডাল সংগ্রহের মাত্রা বর্তমানের ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করার প্রস্তাবটিতেও মন্ত্রিসভা সম্মতি দিয়েছে।

অনুমোদিত প্রকল্পের আওতায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কিলোগ্রাম প্রতি ৮ টাকার বিশেষ দরে ১৫ লক্ষ টন পর্যন্ত ছোলার ডাল সংগ্রহ করতে পারবে। মিড-ডে মিল, গণবন্টন ব্যবস্থা, সুসংহত শিশুবিকাশ কর্মসূচি সহ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচির রূপায়ণে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই ডালশস্য ব্যবহার করা যাবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আপাতত ১২ মাস, অর্থাৎ এক বছরের জন্য বিশেষ সহায়ক মূল্যে এই ডালশস্য দেওয়া হচ্ছে। এজন্য কেন্দ্রীয় সরকারের ব্যয় হবে ১,২০০ কোটি টাকার মতো।

সরকারি এই অনুমোদনের ফলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মিড-ডে মিল, গণবন্টন ব্যবস্থা, সুসংহত শিশুবিকাশ কর্মসূচির মতো কল্যাণমূলক প্রকল্পগুলি বিশেষভাবে লাভবান হবে। প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিককালে বিশেষত, বিগত তিন বছরে দেশে রেকর্ড পরিমাণ ছোলা উৎপাদিত হয়েছে। আসন্ন রবি মরশুমেও ছোলার ফলন ও উৎপাদন আশানুরূপ হবে বলে মনে করা হচ্ছে।

PG/SKD/DM



(Release ID: 1855756) Visitor Counter : 153