যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
২০২২ সালের বিভিন্ন ক্রীড়া পুরস্কারের জন্য কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক আবেদনপত্র আহ্বান করেছে
प्रविष्टि तिथि:
27 AUG 2022 6:20PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অগাস্ট, ২০২২
দেশে ক্রীড়া প্রতিভার স্বীকৃতি দিতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। অনবদ্য ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য খেলোয়াড়রা অর্জুন পুরস্কার পেয়ে থাকেন। আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতায় যাঁরা পদক জেতেন, তাঁদের প্রশিক্ষকদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ক্রীড়া জগতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ধ্যানচাঁদ পুরস্কার প্রদান করা হয়। খেলাধূলায় যেসব কর্পোরেট সংস্থা বা ব্যক্তি বিশেষ উৎসাহ যোগান, তাঁদের উদ্যোগের স্বীকৃতি হিসাবে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার দেওয়া হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় ট্যুর্নামেন্টগুলিতে সার্বিকভাবে ভালো ফল করার জন্য মৌলানা আব্দুল কালাম আজাদ ট্রফি প্রদান করা হয়।
কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক এইসব পুরস্কার প্রদানের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। www.yas.nic.in – এই ওয়েবসাইটে আবেদনপত্রের ফর্ম আপলোড করতে হবে। এ বিষয়ে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্পোর্টস্ অথরিটি অফ ইন্ডিয়া, জাতীয় স্তরে স্বীকৃত ক্রীড়া সংগঠন এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে প্রয়োজনীয় তথ্য জানানো হয়েছে।
যোগ্য ক্রীড়া ব্যক্তিত্ব, প্রশিক্ষক, বিভিন্ন সংগঠন ও বিশ্ববিদ্যালয়গুলির কাছ থেকে পুরস্কারের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। dbtyas-sports.gov.in পোর্টালে কোনও সুপারিশ ছাড়াই আবেদন করা যাবে। যদি অনলাইনে আবেদন করতে কোনও সমস্যা হয়, তা হলে ক্রীড়া দপ্তরে section.sp4-moyas[at]gov[dot]in – এখানে ই-মেল করুন অথবা যে কোনও কাজের দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিটের মধ্যে 011-2338 7432 নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারবেন। ২০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে দরখাস্ত পাঠাতে হবে। এরপর, কোনও আবেদনপত্রই বিবেচিত হবে না।
PG/CB/SB
(रिलीज़ आईडी: 1855243)
आगंतुक पटल : 550