আদিবাসীবিষয়কমন্ত্রক
আদিবাসী বিষয়ক মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আশ্বাসন অভিযানের আওতায় ৬৮ হাজারের বেশি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে টিবি শনাক্তকরণের পরীক্ষা করছে
Posted On:
26 AUG 2022 12:51PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৬ আগস্ট, ২০২২
আদিবাসী বিষয়ক মন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের টিবি বিভাগ ২৪ আগস্ট নতুনদিল্লির জাতীয় আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানে এক জাতীয় কনক্লেভের আয়োজন করে। ‘আদিবাসী টিবি উদ্যোগ’-এর আওতায় ১০০ দিনের আশ্বাসন প্রচারাভিযান চালানো স্থির হয়েছে।
দেশের ১৭৪টি আদিবাসী অধ্যুসিত জেলায় টিবি রোগের সক্রিয় রোগি শনাক্তকরণের জন্য এ বছর ৭ জানুয়ারি থেকে আশ্বাসন প্রচারাভিযান শুরু হয়। মহারাষ্ট্রের নান্দুরবার জেলা থেকে এই অভিযান শুরু হয়। এ পর্যন্ত ৬৮ হাজার ১৯টি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে টিবি রোগের জন্য পরীক্ষা চালানো হয়েছে। মৌখিক পরীক্ষা করা হয় ১ কোটি ৩ লক্ষ ৭ হাজার ২০০ জনের। এর মধ্যে ৭৩ শতাংশ নমুনা পরীক্ষা করা হয়। সেখান থেকে ৯ হাজার ৯৭১ জন টিবি রোগ শনাক্ত হয়। তাদের ভারত সরকারের নিয়মানুযায়ী চিকিৎসা শুরু হয়েছে।
অনুষ্ঠানে আদিবাসী বিষয়ক মন্ত্রকের যুগ্ম সচিব ডঃ নভলজিৎ কাপুর বলেন এই প্রচারাভিযানকে সফল করতে প্রায় ২ লক্ষ মানুষ সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তিনি বলেন, তথ্য পরীক্ষা করে দেখা গেছে দেশের আদিবাসী সম্প্রদায়ের মানুষের শ্বাসযন্ত্রের রোগ ও টিবি রোগের প্রবনতা বেশি মাত্রায় রয়েছে। তিনি সব রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে টিবি রোগ দূর করার জন্য পরিকাঠামোগত উন্নয়নের আহ্বান জানান।
কেন্দ্রীয় টিবি বিভাগের ডিডিজি শ্রী বিবেকানন্দ গিরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউএসএআইডি-র স্বাস্থ্য বিষয়ক নির্দেশক শ্রীমতী সঙ্গীতা প্যাটেল আদিবাসী সম্প্রদায়ের মানুষের মধ্যে থেকে টিবি রোগ নির্মূল করার ক্ষেত্রে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের ভূমিকার প্রশংসা করেছেন।
PG/PM /NS
(Release ID: 1854701)
Visitor Counter : 248