মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
azadi ka amrit mahotsav

আটা বা মেসলিন ময়দার জন্য রপ্তানী নীতি অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

Posted On: 25 AUG 2022 2:43PM by PIB Kolkata

 

নয়াদিল্লি, ২৫ অগাস্ট, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে রপ্তানী নিষেধাজ্ঞা থেকে আটা অথবা মেসলিন ময়দা ছাড়ের নীতির সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই অনুমোদনের ফলে আটা ও ময়দা রপ্তানীতে নিষেধাজ্ঞা জারি করা যাবে। এর ফলে, আটা ও ময়দার মূল্য বৃদ্ধি রোধ করা যাবে এবং সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) এজন্য একটি বিজ্ঞপ্তি জারি করবে।

বিশ্বে গমের প্রধান রপ্তানীকারক দেশ রাশিয়া ও ইউক্রেন। বিশ্বের মোট গম ব্যবসার এক-চতুর্থাংশই করে এই দুটি দেশ। তাদের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ায় বিশ্ব বাজারে গম সরবরাহ ব্যাহত হয়েছে, বেড়েছে ভারতীয় গমের চাহিদা। এর ফলে, দেশের বাজারে গমের দাম বেড়েছে। দেশে ১৪০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০২২ – এর মে মাসে রপ্তানীর উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে, গম রপ্তানীতে নিষেধাজ্ঞার কারণে আটার চাহিদা বিদেশের বাজারে বেড়েছে এবং ভারতের রপ্তানী ২০২২ – এর এপ্রিল থেকে জুলাই মাসে বেড়ে ২০০ শতাংশ হয়েছে ২০২১-এর ঐ একই সময়ের তুলনায়।

আন্তর্জাতিক বাজারে আটার চাহিদা বৃদ্ধির ফলে দেশীয় বাজারে আটার দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর আগে, আটা রপ্তানীর উপর কোনও নিষেধাজ্ঞা জারি করার নীতি ছিল না। এর জন্য আটা রপ্তানীর উপর নিষেধাজ্ঞা থেকে ছাড় প্রত্যাহার করার জন্য নীতিতে সংশোধন প্রয়োজন ছিল, যাতে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা যায় এবং দেশে আটার মূল্য বৃদ্ধি রোধ করা যায়।  

 

PG/AP/SB


(Release ID: 1854410) Visitor Counter : 219