প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে তার প্রশংসা করেছেন
Posted On:
11 AUG 2022 7:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১১ আগস্ট ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীর উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এর মধ্য দিয়ে দেশের ঐক্য ও সংহতি প্রতিফলিত হয়েছে।
শ্রী মোদী রাখী পূর্ণিমার দিন যুব সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়ের সময় তাঁদের হাতে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা তুলে দেন। এ সংক্রান্ত ভিডিওটি তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “ ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে তার মধ্য দিয়ে দেশের ঐক্য ও অখণ্ডতার ভাবনা প্রতিফলিত হচ্ছে। অমৃতকালে এই ভাবনা ভারতবর্ষকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। #HarGharTiranga”
ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকার সঙ্গে প্রত্যেক ভারতবাসী বিশেষ এক বন্ধনে আবদ্ধ। আজ আমার তরুণ বন্ধুদের হাতে এই পতাকা তুলে দিলাম। তাঁদের মুখ হাসিতে উদ্ভাসিত হয়ে উঠেছিল!
PG/CB/DM/
(Release ID: 1851307)
Visitor Counter : 120
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam