প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

আগামী ১০ আগস্ট পানিপথে ২জি ইথানল প্ল্যান্ট জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

Posted On: 08 AUG 2022 5:27PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ আগস্ট ২০২২

বিশ্ব জৈব জ্বালানি দিবস উপলক্ষে আগামী ১০ আগস্ট হরিয়ানার পানিপথে ২জি ইথানল প্ল্যান্টটি জাতির উদ্দেশে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। দেশে জৈব জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে গত কয়েক বছর ধরে সরকার যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, এটি তারই এক অংশবিশেষ। দেশের জ্বালানি ক্ষেত্রকে সুলভ, সহজসাধ্য, দক্ষ ও নিরন্তর করে তুলতে প্রধানমন্ত্রী যে অনলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই ইথানল প্রকল্পের সূচনা তারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

এই ২জি ইথানল প্ল্যান্টটি গড়ে তুলতে ব্যয় হয়েছে ৯০০ কোটি টাকা। প্রকল্প গড়ে তোলার দায়িত্বে ছিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। অত্যাধুনিক দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পটির উৎপাদন হয়ে উঠবে ভারতের ‘বর্জ্য থেকে সম্পদ’-এ রূপান্তর প্রচেষ্টার এক গুরুত্বপূর্ণ মাইলফলক। বছরে ৩ কোটি লিটার ইথানল উৎপাদনে ব্যবহার করা হবে প্রায় ২ লক্ষ টন ধানের খড়। প্রকল্পটি থেকে তরল বর্জ্য নিষ্ক্রমণের কোনও আশঙ্কা থাকছে না। প্রকল্পে ধানের খড়ের সাহায্যে উৎপাদন বাস্তবায়িত হলে বছরে প্রায় ৩ লক্ষ টন কার্বন ডাই-অক্সাইডের সমপরিমাণ দূষিত গ্যাস নির্গমনের আশঙ্কা হ্রাস পাবে যা কিনা দেশের সড়কগুলি থেকে বছরে ৬৩ হাজারটি পুরনো গাড়ি তুলে নেওয়ার সমতুল্য।

 
PG/SKD/DM


(Release ID: 1849977) Visitor Counter : 197