প্রধানমন্ত্রীরদপ্তর
প্রথম সারা ভারত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সভায় প্রধানমন্ত্রীর ভাষণ
“বাণিজ্য সরলীকরণ ও জীবনযাত্রার মান সহজ করার পাশাপাশি দেশের অমৃত যাত্রায় বিচার ব্যবস্থার সরলীকরণও সমান গুরুত্বপূর্ণ”
“দেশের বিচার ব্যবস্থার পরিকাঠামো মজবুত করতে গত আট বছরে কাজ হচ্ছে দ্রুতগতিতে”
“আমাদের বিচার ব্যবস্থা প্রাচীন বিচার ব্যবস্থার মূল্যবোধকে সঙ্গে নিয়ে একুশ শতকের চাহিদার মধ্যে মেলবন্ধন ঘটাতে প্রস্তুত”
Posted On:
30 JUL 2022 11:20AM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ প্রথম সর্বভারতীয় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সভায় উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। উপস্থিত ছিলেন ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানা, সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ ইউ ললিত, বিচারপতি বি ওয়াই চন্দ্রচূড়, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, শ্রী এস পি সিং বাঘেল, সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা এবং হাইকোর্টের প্রধান বিচারপতি। এছাড়া, রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের একজিকিউটিভ চেয়ারপার্সন ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারপার্সন এই সভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী ‘বিনামূল্যে আইনি পরিষেবার অধিকার’-এর ওপর একটি স্মারক ডাকটিকিটও প্রকাশ করেন।
সমাবেশে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সময় ‘আজাদি কা অমৃতকাল’-এর সময়। দেশকে আগামী ২৫ বছরে নতুন উচ্চতায় পৌঁছে দিতে নানান প্রতিশ্রুতি গ্রহণের সময় এটি। বাণিজ্য সরলীকরণ এবং জীবনযাত্রা সহজ করার পাশাপাশি দেশের অমৃত যাত্রার জন্য বিচার ব্যবস্থার সরলীকরণও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের নীতি-নির্দেশিকা তৈরিতে আইনি সহায়তার বিষয়টির ওপর আলোকপাত করেন। এটি দেশের বিচার ব্যবস্থার ওপর জনগণের আস্থার প্রতিফলন বলেও তিনি মন্তব্য করেন। শ্রী মোদী বলেন, “যে কোনও সমাজ ব্যবস্থার জন্য ন্যায় ব্যবস্থায় পৌঁছনো যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ ন্যায় প্রদান। বিচার ব্যবস্থার পরিকাঠামোর এই বিষয়ে বিশেষ ভূমিকা রয়েছে। দেশের বিচার বিভাগীয় পরিকাঠামো মজবুত করতে গত আট বছরে নানান কাজ হয়েছে।”
ফিনটেক ও তথ্যপ্রযুক্তিতে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিচার ব্যবস্থায় প্রযুক্তি ব্যবহারের এটি গুরুত্বপূর্ণ সময়। ‘ই-আদালত মিশন’-এ দেশে ভার্চ্যুয়াল মাধ্যমে আদালত বসছে, চালু হচ্ছে ২৪ ঘন্টার আদালত। এতে ট্র্যাফিক আইন সংক্রান্ত সমস্যাগুলির দ্রুত নিষ্পত্তি হচ্ছে। আদালতে সাধারণ মানুষের সুবিধার জন্য ভিডিও কনফারেন্সিং-এর ব্যবস্থাও চালু হয়েছে। দেশে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ১ কোটিরও বেশি মামলার শুনানি হয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। এ থেকে প্রমাণিত হয়, “আমাদের বিচার ব্যবস্থা প্রাচীন বিচার ব্যবস্থার মূল্যবোধকে সঙ্গে নিয়ে একুশ শতকের চাহিদার মধ্যে মেলবন্ধন ঘটাতে প্রস্তুত। বর্তমানে একজন সাধারণ মানুষের নিজের অধিকার ও সংবিধান সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। তাঁদের সাংবিধানিক পরিকাঠামো এবং আইন সম্পর্কে ধারণা থাকা উচিৎ। এই লক্ষ্য পূরণেও প্রযুক্তি বিশেষ ভূমিকা নিতে পারে।”
অমৃতকালকে দায়িত্ব পালনের অন্যতম সময় বলে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেন, বহুদিন ধরে যেসব ক্ষেত্রকে অবহেলা করে রাখা হয়েছে এখন সেদিকে নজর দেওয়ার সময় এসেছে। তিনি বিচারাধীন বন্দীদের প্রসঙ্গ উত্থাপন করে বলেন, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এ ধরনের বন্দীদের আইনি পরিষেবা দিতে পারে। তিনি জেলা বিচারপতিদের বিচারাধীন বন্দীদের বিচার দ্রুত নিষ্পত্তির বিষয়টির দিকে লক্ষ্য দেওয়ারও আবেদন জানান। এ বিষয়ে প্রচার চালানোর কাজে নালসা-র ভূমিকার প্রশংসা করেন তিনি। এই প্রচারাভিযানে আরও বেশি সংখ্যক আইনজীবীকে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করতে বার কাউন্সিলের প্রতি আবেদন জানান শ্রী মোদী।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রথম জাতীয় স্তরের সভা ৩০ ও ৩১ জুলাই বিজ্ঞান ভবনে আয়োজন করা হয়েছে। জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসা হল এর উদ্যোক্তা।
দেশে ৬৭৬টি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ রয়েছে। তারা বিভিন্ন আইনি পরিষবা প্রদানের পাশাপাশি সচেতনতামূলক কাজকর্মও চালান। লোক আদালত আয়োজনের মাধ্যমে আদালতগুলির বোঝা কম করার ক্ষেত্রে এই জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিশেষ ভূমিকা রয়েছে।
PG/PM/DM/
(Release ID: 1846594)
Visitor Counter : 368
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam