স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ২০১.৯৯ কোটি ছাড়িয়েছে


ভারতে কোভিড-১৯ টিকাকরণ ২০১ কোটি ৯৯ লক্ষ ছাড়িয়েছে

১২-১৪ বছর বয়সীদের ৩ কোটি ৩৮ লক্ষেরও বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে

ভারতে বর্তমানে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ১ লক্ষ ৫২ হাজার ২০০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২৭৯

জাতীয় স্তরে আরোগ্যের হার বর্তমানে ৯৮.৪৫ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ৪.৪৬ শতাংশ

Posted On: 24 JUL 2022 9:38AM by PIB Kolkata

নয়াদিল্লি,  ২৪ জুলাই, ২০২২

 

ভারতে এ পর্যন্ত ২,০১,৯৯,৩৩,৪৫৩টি টিকার ডোজ দেওয়া হয়েছে। ১৬ই মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ৩,৮৫,০৭,৫১৬ জন নাবালক-নাবালিকা টিকার প্রথম ডোজ পেয়েছে। ১৮-৫৯ বছর বয়সীদের মধ্যে ১০ই এপ্রিল থেকে সতর্কতামূলক টিকার ডোজ দেওয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,১০,৯৬৭ জন টিকার প্রথম ডোজ, ১,০০,৮৪,৭১৮ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৬১,৬০,১৮৯ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৪,২৯,০৮৫ জন প্রথম ডোজ, ১,৭৬,৬১,২২১ জন দ্বিতীয় ডোজ এবং ১,১৮,১৭,২৫১ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১২-১৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৩,৮৫,০৭,৫১৬ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ২,৭০,৭০,৯৮৩ জন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৬,১০,১০,৩১৩ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫,০৫,৯৩,৮৯২ জন। ১৮-৪৪ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,৯২,০৬,১০৫ জন; দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫০,৭৩,৭২,৫২২ জন এবং সতর্কতামূলক ডোজ পেয়েছেন ১,৩৭,৫২,০১৫ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,৩৬,২২,৫০২ জন; দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৯,৪৯,১৪,৫৮৫ জন এবং সতর্কতামূলক ডোজ পেয়েছেন ৯৮,৬১,২৪৪ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৭৩,৯৯,১২৪ জন প্রথম ডোজ, ১২,১৭,৯৮,৩৩৩ জন দ্বিতীয় ডোজ এবং ৩,০২,৭০,৮৮৮ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ৭,১৮,৫১,৫৮৭টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।    

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ২৭৯ জন। বর্তমানে ১ লক্ষ ৫২ হাজার ২০০ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.৩৫ শতাংশ চিকিৎসাধীন।

জাতীয় স্তরে আরোগ্য লাভের হার ৯৮.৪৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ১৪৩ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ৩২ লক্ষ ১০ হাজার ৫২২ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৩ লক্ষ ৮৩ হাজার ৬৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৮৭ কোটি ২৫ লক্ষ ২০ হাজার ৬৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ৪.৪৬ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হারও ৫.২৯ শতাংশ।

 

PG/CB/NS


(Release ID: 1844455) Visitor Counter : 238