মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
প্রাথমিক কৃষি ঋণ সহায়তাদান সমিতিগুলিকে (প্যাক্স) কম্পিউটার-ভিত্তিক ও কম্পিউটারচালিত করে তোলার প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির
বর্তমানে চালু ৬৩ হাজার প্যাক্স-কে মোট ২,৫১৬ কোটি টাকা ব্যয়ে কম্পিউটারচালিত করে তোলা হবে
এই ব্যবস্থায় উপকৃত হবেন ক্ষুদ্র ও প্রান্তিক চাষি সহ দেশের ১৩ কোটি কৃষক পরিবার
প্যাক্স-এর কাজে কম্পিউটার ব্যবস্থা চালু হলে সেগুলির কাজকর্মে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিশ্বাসযোগ্যতার প্রসার ঘটবে এবং পঞ্চায়েত পর্যায়ে পরিষেবা প্রদানের ক্ষেত্রে তা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে
সবক’টি প্যাক্স-কে এক অভিন্ন সফটওয়্যার ব্যবস্থায় যুক্ত করা হবে যার ফলে সাইবার নিরাপত্তা, বর্তমান নথিপত্রগুলিকে ডিজিটাল করে তোলা, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণ ব্যবস্থারও প্রসার ঘটবে
Posted On:
29 JUN 2022 3:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৯ জুন, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ প্রাথমিক কৃষি ঋণ সহায়তাদান সমিতিগুলির (প্যাক্স) কাজকর্মকে কম্পিউটারচালিত করে তোলার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। এর ফলে প্যাক্স-এর কাজকর্মে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি দায়বদ্ধতাকেও নিশ্চিত করা যাবে। এছাড়াও, বাণিজ্যিক প্রচেষ্টার বৈচিত্র্যকরণের ক্ষেত্রেও প্যাক্স এক বিশেষ সুবিধাজনক অবস্থায় পৌঁছে যাবে। বিভিন্ন কাজ ও পরিষেবার দায়িত্ব গ্রহণের ক্ষেত্রেও প্যাক্স-এর কাজের পরিধিও সেইসঙ্গে আরও বৃদ্ধি পাবে। আগামী পাঁচ বছর ধরে প্রায় ৬৩ হাজার কৃষি ঋণ সহায়তাদান সমিতিকে পুরোপুরি কম্পিউটার-ভিত্তিক করে গড়ে তোলা যাবে। সমগ্র প্রকল্পটির জন্য ব্যয় ধরা হয়েছে ২,৫১৬ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্ব থাকবে ১,৫২৮ কোটি টাকা। দেশে স্বল্প মেয়াদে সমবায় ঋণদানের ক্ষেত্রে ত্রিস্তর-বিশিষ্ট ব্যবস্থার নীচের সারির দিকেই রয়েছে প্যাক্স। বর্তমানে ১৩ কোটি কৃষকের নাম এর সদস্য হিসেবে নথিভুক্ত রয়েছে। দেশের অর্থনীতির বিকাশ ও প্রসারে প্যাক্স-এর গুরুত্ব অপরিসীম। ত্রিস্তরীয় ব্যবস্থার অন্য দুটি স্তরে রয়েছে রাজ্য সমবায় ব্যাঙ্ক এবং জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। নাবার্ড-এর উদ্যোগে এই দু’ধরনের ব্যাঙ্কের কাজকর্ম ইতিমধ্যেই পুরোপুরি কম্পিউটার-ভিত্তিক ও কম্পিউটারচালিত করে তোলা হয়েছে। কিন্তু অধিকাংশ প্যাক্স যেহেতু এখনও কম্পিউটারচালিত নয় সেজন্য সেগুলির কাজকর্মে আস্থা ও দক্ষতারও কিছু ঘাটতি রয়েছে। তবে, কয়েকটি রাজ্যে কিছু কিছু প্যাক্স আংশিকভাবে কম্পিউটারচালিত করে তোলা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র তথা সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ-এর সম্মতিক্রমে দেশের সবক’টি প্যাক্স-কে কম্পিউটার ব্যবস্থায় একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রস্তাব করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, প্যাক্সগুলি কম্পিউটারচালিত হলে কৃষকদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও পরিষেবার সুযোগ সম্প্রসারণ ছাড়াও সার, বীজ সহ বিভিন্ন কৃষি উপকরণ যোগানের কাজও ত্বরান্বিত হবে। কম্পিউটার ব্যবস্থায় কৃষকদের ঋণদানের ব্যবস্থা যেমন একদিকে দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে, অন্যদিকে তেমনই কোনও কোনও ক্ষেত্রে পরিকাঠামো খাতে ব্যয়ও অনেকাংশে হ্রাস পাবে।
প্যাক্সগুলির আধুনিকীকরণের সুবাদে সবক’টি প্যাক্স এক অভিন্ন সফটওয়্যার ব্যবহারের সুযোগ পাবে এবং সাইবার নিরাপত্তা পরিকাঠামোকেও আরও জোরদার করে তোলা যাবে। প্যাক্স-এর রক্ষণাবেক্ষণ তথা প্রশিক্ষণ ব্যবস্থার প্রসার ঘটার পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্রকে ডিজিটাল ব্যবস্থার সঙ্গে যুক্ত করা যাবে।
PG/SKD/DM
(Release ID: 1837972)
Visitor Counter : 661
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam