দক্ষতাউন্নয়নওশিল্পোদ্যোগমন্ত্রক
azadi ka amrit mahotsav

দেশের ২০০টি স্থানে প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা আয়োজিত হবে

Posted On: 13 JUN 2022 9:13AM by PIB Kolkata

নয়াদিল্লী,  ১৩ জুন, ২০২২

 

কর্পোরেট সংস্থাগুলিতে হাতে-নাতে প্রশিক্ষণের সুবিধার জন্য যুবাদের যুক্ত করার লক্ষ্যে এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ মন্ত্রক এখন থেকে প্রতি মাসে প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা আয়োজন করবে। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই মেলার আয়োজন করা হয়েছে। দেশের ২০০টির বেশি স্থানে এই মেলার আয়োজন করা হয়েছে। ৩৬টির বেশি ক্ষেত্র থেকে ১ হাজারের বেশি সংস্থা মেলায় অংশগ্রহণ করছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ ব্যক্তি যাদের  দক্ষতা প্রশিক্ষণের শংসাপত্র, আইআইটি ডিপ্লোমা অথবা স্নাতক পর্যায়ের ডিগ্রি রয়েছে তারা এই মেলায় এসে সংস্থাগুলির কাছে ইন্টারভিউ-এর আবেদন করতে পারেন। ইন্টারভিউ-এর মাধ্যমে মনোনিত প্রার্থীদের ৫০০টির বেশি ব্যবসায়িক ক্ষেত্র যেমন- ইলেক্ট্রিশিয়ান, হাউসকিপার, মেকানিক, বিউটিশিয়ান প্রভৃতি কাজে যুক্ত হতে পারবেন।

এ ধরণের মেলা আয়োজনের উদ্দেশ্যই হল বিভিন্ন শহর থেকে শিক্ষানবিশিদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া এবং হাতে-নাতে প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মকুশলতাকে আরও নিপুণ করা।  

 

CG/BD/NS


(Release ID: 1833538) Visitor Counter : 191