প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

প্রধানমন্ত্রী আগামী ৫ই জুন ‘লাইফ মুভমেন্ট’-এর বিশ্বব্যাপী উদ্যোগের সূচনা করবেন


পরিবেশ সচেতন জীবনধারা গ্রহণের জন্য আহ্বান জানিয়ে ‘লাইফ গ্লোবাল কল ফর পেপারস’-এর সূচনা করা হবে

গ্লাসগোতে কপ২৬ চলাকালীন প্রধানমন্ত্রী লাইফ-এর ধারণাটি উপস্থাপন করেছিলেন

এটি ‘অমনোযোগী ও সর্বনাশা ব্যবহার’-এর পরিবর্তে ‘মননশীল ও ইচ্ছাকৃত ব্যবহার’-এর উপর গুরুত্ব দিয়েছে

Posted On: 04 JUN 2022 1:48PM by PIB Kolkata
নতুন দিল্লি, ০৪ জুন, ২০২২
 
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামী ৫ই জুন সন্ধ্যে ৬টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘পরিবেশের জন্য জীবনধারা (লাইফ) আন্দোলন’-এর বিশ্বব্যাপী উদ্যোগের সূচনা করবেন। এই অনুষ্ঠানে ‘লাইফ গ্লোবাল কল ফর পেপারস’-এর সূচনা করা হবে। কিভাবে বিশ্বজুড়ে নানান ব্যক্তি, সম্প্রদায় এবং সংস্থাগুলির মাধ্যমে পরিবেশগত জীবনধারা কার্যকরীভাবে গ্রহণ করা যায়, তার জন্য শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠানের কাছ থেকে উদ্ভাবনী মতামত ও পরামর্শ চাওয়া হবে। এই অনুষ্ঠানে বক্তৃতাও দেবেন প্রধানমন্ত্রী। 
 
এই অনুষ্ঠানে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মিঃ বিল গেটস, জলবায়ু সংক্রান্ত অর্থনীতিবিদ লর্ড নিকোলাস স্টার্ন, নাজ থিওরির লেখক অধ্যাপক ক্যাস সানস্টেইন, ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউট-এর সিইও তথা সভাপতি শ্রী অনিরুদ্ধ দাশগুপ্ত, ইউএনইপি-র গ্লোবাল হেড ইনকার অ্যান্ডারসেন, ইউএনডিপি-র গ্লোবাল হেড আচিম স্টেইনার এবং বিশ্বব্যাঙ্কের সভাপতি ডেভিড ম্যালপাস সহ অন্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
 
গত বছরের গ্লাসগোতে ২৬ তম রাষ্ট্রসঙ্ঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ২৬)-এর সময় প্রধানমন্ত্রী লাইফের ধারণাটি উপস্থাপন করেছিলেন। পরিবেশ সচেতন জীবনধারার বিষয়ে প্রচার চালিয়ে ‘অমনোযোগী ও সর্বনাশা ব্যবহার’-এর পরিবর্তে ‘মননশীল ও ইচ্ছাকৃত ব্যবহার’-এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে এখানে।
 
CG/SS/SKD/

(Release ID: 1831174) Visitor Counter : 238