জাহাজচলাচলমন্ত্রক
azadi ka amrit mahotsav

বন্দর, জাহাজ পরিবহণ ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রকের তরুণ পেশাদারদের কাজে লাগাতে সাগরমালা যুবা পেশাদার কর্মসূচি

Posted On: 03 JUN 2022 11:25AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৩ জুন, ২০২২

 

কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহণ ও অভ্যন্তরীণ জলপথ মন্ত্রক বিভিন্ন বিভাগে তরুণ মেধাবী প্রগতিবাদী ও পারদর্শী যুবা পেশাদারদের কাজে লাগাতে একটি কর্মসূচি প্রণয়ন করেছে। তরুণ পেশাদারদের প্রাথমিক বিভিন্ন বিষয়ে সুদক্ষ করে তুলতে এই কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে তরুণ পেশাদারদের সরকারি কাজকর্ম পরিচালনা এবং উন্নয়নমূলক নীতিগুলি সম্পর্কে সচেতন করে তোলা হবে। মন্ত্রকের চাহিদা মেটাতে পরিকাঠামো, তথ্য বিশ্লেষণ, প্রকল্প পরিচালনা, স্টার্টআপ, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তরণ ও পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে এই পেশাদাররা প্রয়োজনীয় মতামত ও পরামর্শ দেবে।

সিদ্ধান্ত প্রণয়ণের ক্ষেত্রেও তরুণ এই পেশাদারদের যুক্ত করা হবে। এরফলে, তাঁরা সামাজিক কল্যাণে আরও বেশি অবদান রাখবেন। প্রাথমিকভাবে কর্মসূচির মাধ্যমে ২৫ জনেরও বেশি তরুণ পেশাদারদের অন্তর্ভুক্ত করা হবে। এজন্য শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি স্থির হয়েছে বিই/বি-টেক, বি প্ল্যানিং এবং/অথবা এমবিএ বা সংশ্লিষ্ট বিষয় বা ক্ষেত্রে সমতুল ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা। অ্যাকাউন্ট্যান্সি, ফিনান্স, লিগাল, স্ট্যাটিস্টিকস্‌, ইকনোমিক্স/কমার্স এবং ডেটা অ্যানালিটিক্স ক্ষেত্রেও তরুণ পেশাদারদের কাজে লাগানো হবে। প্রাথমিকভাবে দু’বছরের চুক্তির ভিত্তিতে এদের কাজে লাগানো হবে, যা ভালো কাজকর্মের নিরিখে আরও দু’বছর বাড়ানো হতে পারে।

মন্ত্রকের ওয়েবপোর্টালের পাশাপাশি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস পোর্টালেও আবেদনপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে। এ সম্পর্কে মন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, এই উদ্যোগ সামগ্রিকভাবে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে বড় ভূমিকা নেবে।

 

CG/BD/SB


(Release ID: 1830867) Visitor Counter : 154