প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী ‘৮ বছর সেবা’ – বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিকাশ যাত্রা’ শীর্ষক সেবা, সুশাসন ও গরিব কল্যাণ ক্ষেত্রে ৮ বছরের বিভিন্ন উদ্যোগের কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন
Posted On:
30 MAY 2022 5:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩০ মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী narendramodi.in এবং নমো অ্যাপে ৮ বছরের সেবা, সুশাসন ও গরিব কল্যাণের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন।
শ্রী মোদী MyGov থেকে গত ৮ বছরের বিভিন্ন উদ্যোগ ও সাফল্যের খতিয়ানও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
একগুচ্ছ ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “গত ৮ বছরে মানুষের অনেক আকাঙ্খা পূরণ হয়েছে। সেবা, সুশাসন ও গরিব কল্যাণের বিষয়ে আমরা যে অঙ্গীকার করেছি, তা পূরণ করতে বদ্ধ পরিকর। নমো অ্যাপে বিকাশ যাত্রা বিভাগে আপনারা এই সময়কালে উন্নয়নযাত্রা সম্পর্কে ধারণা পাবেন #8YearsOfSeva।
নমো অ্যাপে একটি আকর্ষণীয় বিভাগ হ’ল #8YearsOfSeva। এখানে প্রশ্নোত্তর, শব্দের মাধ্যমে বিভিন্ন জিনিসের সন্ধান পাওয়া এবং কোনও ছবি দেখিয়ে সেই বিষয়টি সম্পর্কে জানানোর মতো নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি যুবক-যুবতী সহ সকলকে এই বিভাগটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি।
https://8years.narendramodi.in”
“আমরা সেবা, সুশাসন ও গরিব কল্যাণের নীতি অনুসরণ করে কাজ করছি। গত ৮ বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ ও সাফল্যের কথা এখানে তুলে ধরা হ’ল” #8YearsOfSeva।
CG/CB/SB
(Release ID: 1829814)
Visitor Counter : 168
Read this release in:
Telugu
,
Odia
,
Tamil
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Malayalam