যুবওক্রীড়াবিষয়কমন্ত্রক
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর পুনের বিমাননগরে তক্ষশীলা ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেছেন
Posted On:
29 MAY 2022 1:19PM by PIB Kolkata
পুনে/মুম্বাই, ২৯ মে, ২০২২
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী শ্রী অনুরাগ ঠাকুর শনিবার সন্ধ্যায় পুনের বিমান নগরে পুনে মিউনিসিপাল কর্পোরেশন দ্বারা নির্মিত তক্ষশীলা ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। তৃণমূল স্তরে খেলাধুলার পরিকাঠামো তৈরির ওপর গুরুত্ব দিয়ে শ্রী ঠাকুর পুনের কর্পোরেট জগতের কাছে এ বিষয়ে এগিয়ে আসার এবং কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি তহবিলের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য আবেদন করেছেন।
যুব সম্প্রদায়কে খেলাধুলা এবং ফিটনেস বজায় রাখার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এদিন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর কথা স্মরণ করে বলেন,"খেলোগে তো খিলোগে"। তিনি বলেন, খেলাধুলা অধ্যাবসায় শেখায় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। এর মাধ্যমে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটে। তিনি উল্লেখ করেন যে, ভারতের সবচেয়ে বেশি সংখ্যক স্থূল মানুষ রয়েছে আর সেই বসে থাকার জীবনধারাকে মানুষ বর্তমানে বদলে দিয়েছে। তাই প্রত্যেকের জন্য ফিটনেস বজায় রাখা গুরুত্বপূর্ণ।
দেশে খেলাধুলার সংস্কৃতি গড়ে তোলার কথা উল্লেখ করে শ্রী ঠাকুর বলেন,
" আমাদের ছেলেমেয়েরা যখন খেলার সুযোগ পাবে তখন তাদের খেলাধুলার প্রতি ভালো লাগা তৈরি হবে। এরপর তারা নিজেরাই এগিয়ে যাবে দেশ ও বিদেশের মাটিতে ম্যাচ জিততে"। তিনি বলেন যে, একটি ক্রীড়া টুর্নামেন্ট হচ্ছে একটি স্নায়ুর যুদ্ধ, যা দেখায় যে একজন ব্যক্তি কতটা মানসিকভাবে শক্তিশালী হতে পারেন।
কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী তাঁর ভাষণে উল্লেখ করেন যে, সরকার খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তৃণমূল স্তরে পরিকাঠামো তৈরি করতে রাজ্যগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা হয়। তিনি বলেন যে, খেলাধুলার জন্য বাজেটে আগে ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হতো। এখন তা বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হয়েছে।
CG/ SB
(Release ID: 1829464)
Visitor Counter : 125