বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক

ইউ আই ডি আই- এর মাধ্যমে আধার যোগাযোগের ক্ষেত্রে যথাযথ ব্যাখ্যা

Posted On: 29 MAY 2022 2:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৯ মে, ২০২২

 

এটি ইউ আই ডি আই- এর বেঙ্গালুরু আঞ্চলিক অফিসের মাধ্যমে ২৭ মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

জানা গেছে যে, ফটোশপের মাধ্যমে আধার কার্ডের অপব্যবহারের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সুস্পষ্টভাবে জানানো হয়েছে যে আধারের ফটোকপি কেউ যেন কোন সংস্থার সাথে লেনদেন না করেন। কারণ এটির অপব্যবহার হতে পারে। প্রয়োজন হলে আধার নম্বরের শেষ চারটি নম্বর ব্যবহার করা যেতে পারে।

ইউ আই ডি এ আই- এর মাধ্যমে প্রাপ্ত আধার কার্ড ধারকদের বিচক্ষণতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।

 

CG/ SB



(Release ID: 1829376) Visitor Counter : 286