বস্ত্রমন্ত্রক
তুলো মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠকে শ্রী পীযূষ গোয়েল ; শ্রী সুরেশ ভাই কোটাকের সভাপতিত্বে ভারতীয় তুলো পরিষদ গঠনের কথা ঘোষণা
Posted On:
18 MAY 2022 9:49AM by PIB Kolkata
নয়াদিল্লী, ১৮ মে, ২০২২
কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ভারতের ‘কটন ম্যান’ হিসেবে পরিচিত শ্রী সুরেশ ভাই কোটাকের সভাপতিত্বে ভারতীয় তুলো পরিষদ গঠনের কথা ঘোষণা করেছেন। এই পরিষদে বস্ত্র মন্ত্রক ছাড়াও কৃষি, বাণিজ্য, অর্থ মন্ত্রক সহ ভারতীয় তুলো নিগম এবং তুলো গবেষণা প্রতিষ্ঠানগুলির প্রতিনিধিরা থাকছেন। আগামী ২৮ তারিখ পরিষদের প্রথম বৈঠক নির্ধারিত হয়েছে। তুলো ক্ষেত্রে লক্ষ্যণীয় পরিবর্তন নিয়ে আসতে এক ভবিষ্যৎমুখী পরিকল্পনা প্রস্তুত এবং আলাপ-আলোচনা করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।
তুলো মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত সব পক্ষের সঙ্গে বৈঠকের সময় শ্রী গোয়েল একথা ঘোষণা করেন। মঙ্গলবার আয়োজিত এই বৈঠকে বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রীমতি দর্শনা জর্ডস সহ কৃষি ও বস্ত্র মন্ত্রকের সচিবরা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে জরুরি ভিত্তিতে তুলো ও ইয়ার্ন-এর মূল্য আরও নমনীয় করা সম্পর্কে বিভিন্ন মতামত ও দৃষ্টিভঙ্গী নিয়ে আলোচনা হয়। উল্লেখ করা যেতে পারে চলতি তুলো মরশুমে দামে অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে। তুলো উৎপাদনশীলতার ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের দরুণ এবার উৎপাদন হ্রাস পেয়েছে। এই প্রেক্ষিতে শ্রী গোয়েল উৎপাদনশীলতা বাড়াতে কৃষকদের উৎকৃষ্ট বীজের যোগান দেওয়ার ওপর জোর দেন। বৈঠকে শ্রী গোয়েল কটন ও ইয়ার্ন-এর মূল্য সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে সুস্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, তুলো মূল্য শৃঙ্খলে যে সমস্ত কৃষক আর্থিক দিক থেকে তুলনামূলক দূর্বল তাদের আরো বেশি সহায়তা দিতে হবে।
তুলো চাষি ও তন্তুবায়দের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করে শ্রী গোয়েল স্পিনিং ক্ষেত্র থেকে আমদানি শুল্ক ছাড় দেওয়ার দাবি বিবেচনার আশ্বাস দেন। দেশীয় শিল্পসংস্থাগুলিকে অবাধে তুলো ও ইয়ার্ন যোগান দেওয়ার জন্য শ্রী গোয়েল স্পিনিং ও ব্যবসায়ী গোষ্ঠীগুলির প্রতি আহ্বান জানান। শ্রী গোয়েল সতর্ক করে দিয়ে বলেন, দেশীয় শিল্প সংস্থার স্বার্থ ক্ষুন্ন করে রপ্তানী করা যাবেনা।
CG/BD/NS
(Release ID: 1826391)