অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

রাজস্বখাতে ঘাটতি মেটানোর জন্য ১৪টি রাজ্যকে ৭ হাজার ১৮৩ কোটি ৪২ লক্ষ টাকা অনুদান মঞ্জুর

प्रविष्टि तिथि: 06 MAY 2022 4:30PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৬ মে, ২০২২

 

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের ব্যয় নির্বাহ দপ্তর আজ শুক্রবার নির্ধারিত অর্থ হস্তান্তরের পর রাজস্ব ঘাটতি মেটাতে দ্বিতীয় মাসিক কিস্তি বাবদ ১৪টি রাজ্যের জন্য ৭ হাজার ১৮৩ কোটি ৪২ লক্ষ টাকা অনুদান মঞ্জুর করেছে।

উল্লেখ করা যেতে পারে, পঞ্চদশ অর্থ কমিশন ২০২২-২৩ অর্থবর্ষে ১৪টি রাজ্যের জন্য নির্ধারিত অর্থ হস্তান্তরের পর ৮৬ হাজার ২০১ কোটি টাকা রাজস্ব ঘাটতি মেটানোর প্রস্তাব দেয়। প্রস্তাবিত এই অনুদান ব্যয় নির্বাহ দপ্তরের পক্ষ থেকে রাজ্যগুলিকে ১২টি মাসিক কিস্তিতে মেটানো হবে। চলতি অর্থবর্ষে প্রথম কিস্তি সহ দ্বিতীয় মাসিক কিস্তি মিলিয়ে ওই ১৪টি রাজ্যকে মোট ১৪ হাজার ৩৬৬ কোটি ৪৪ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। 

সংবিধানের ২৭৫ নম্বর ধারা অনুযায়ী রাজ্যগুলিকে নির্ধারিত অর্থ হস্তান্তরের পর রাজস্ব ঘাটতি বাবদ অনুদান দেওয়ার সংস্থান রয়েছে। রাজ্যগুলির রাজস্বখাতে ঘাটতি মেটাতে অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী এই অনুদান সহায়তা দেওয়া হয়ে থাকে। রাজ্যগুলির রাজস্ব ও ব্যয়ের মধ্যে ঘাটতি মূল্যায়নের ভিত্তিতে পঞ্চদশ অর্থ কমিশন ২০২০-২১ থেকে ২০২৫-২৬ পর্যন্ত প্রতিটি যোগ্য রাজ্যকে এই অনুদান দেওয়ার প্রস্তাব দেয়। 

২০২২-২৩ –এ পঞ্চদশ অর্থ কমিশনের পক্ষ থেকে যে ১৪টি রাজ্যকে নির্ধারিত অর্থ হস্তান্তরের পর রাজস্ব ঘাটতি বাবদ অনুদান দেওয়ার প্রস্তাব করা হয় তার মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। সেই অনুযায়ী চলতি অর্থবর্ষে দ্বিতীয় মাসিক কিস্তিবাবদ পশ্চিমবঙ্গকে রাজস্ব ঘাটতি ঘাতে অনুদান হিসেবে ১ হাজার ১৩২ কোটি ২৫ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের প্রস্তাব অনুযায়ী রাজস্ব ঘাটতি বাবদ পশ্চিমবঙ্গকে মোট ১৩ হাজার ৫৮৭ কোটি টাকা অনুদান দেওয়া হবে। 

 

CG/BD/SKD/


(रिलीज़ आईडी: 1823316) आगंतुक पटल : 197
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Urdu , हिन्दी , English , Marathi , Manipuri , Tamil , Malayalam