প্রধানমন্ত্রীরদপ্তর
ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের প্রেস বিজ্ঞপ্তি
प्रविष्टि तिथि:
03 MAY 2022 6:20PM by PIB Kolkata
নয়াদিল্লী, ৩ মে, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ডেনমার্কের প্রধানমন্ত্রী মিস মেট্টে ফ্রেডেরিকসেন-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।
উভয় নেতা প্রথমে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন। এরপর প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়েছে।
উভয় প্রধানমন্ত্রী ভারত ও ডেনমার্কের মধ্যে পরিবেশ বান্ধব কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির পর্যালোচনা করেছেন। এছাড়াও সমুদ্র সৈকতে বায়ুশক্তি এবং পরিবেশ বান্ধব হাইড্রোজেন জ্বালানী সহ পুনঃনবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। দক্ষতা বিকাশ, স্বাস্থ্য, জাহাজ চলাচল, জল এবং সুমেরু অঞ্চলের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়েও তাঁরা আলোচনা করেন।
আমাদের ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলিতে ডেনিশ সংস্থাগুলির ইতিবাচক ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। ডেনমার্কের প্রধানমন্ত্রী মিস মেট্টে ফ্রেডেরিকসেন সেদেশে ভারতীয় সংস্থাগুলির ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করেন।
দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাওয়ায় উভয় নেতা সন্তোষ প্রকাশ করেছেন এবং এক দেশ থেকে অন্য দেশে যাওয়া-আসা ও গতিশীলতা সংক্রান্ত অংশীদারিত্বে অভিপ্রায় সংক্রান্ত যে ঘোষণা হয়েছে তাকে তাঁরা স্বাগত জানিয়েছেন।
তাঁরা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছেন।
CG/CB/NS
(रिलीज़ आईडी: 1822550)
आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam