স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৮ কোটি ৪০ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ২ কোটি ৭৮ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ১৬ হাজার ৯৮০ হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০৩

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৬১ শতাংশ

Posted On: 28 APR 2022 9:34AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৮ এপ্রিল, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৮ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার ৪৫৩ ছাড়িয়েছে।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ২ কোটি ৭৮ লক্ষ ৬৪ হাজার ৪৩২টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ১০ই এপ্রিল থেকে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,০৪,০৪,৯৬৭

 

,০০,১৪,৬৬৬

 

৪৭,৫৫,৮৭২

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,১৫,৪০১

 

,৭৫,৩৬,৩২৬

 

৭৪,৯৫,৩৮৩

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৭৮,৬৪,৪৩২

 

৪৯,৮৬,৮১৬

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৮৩,০৯,২৯৯

 

,১৮,৯৯,১৮৫

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

৫৫,৫৬,২৭,০৭১

 

৪৭,৭১,০০,৬১৩

 

,২৩,১৭৩

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

২০,২৯,০৪,৪২৫

 

১৮,৭৭,২০,৭৮৩

 

,৪১,১৬৮

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬৮,৫৪,০৭০

 

১১,৬৯,৪৮,৯১৫

 

,৪৬,৭২,৮৮৮

 

 

প্রিকশন ডোজ

,৭৪,৮৮,৪৮৪

 

মোট

 

,৮৮,৪০,৭৫,৪৫৩

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১৬ হাজার ৯৮০ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ।

একইভাবে, জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৪ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৩ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ২৮ হাজার ১২৬।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৯৭ হাজার ৬৬৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৩ কোটি ৬৪ লক্ষ ৭১ হাজার ৭৪৮।

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৬১ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৬৬ শতাংশ।


 

CG/BD/SB


(Release ID: 1820926) Visitor Counter : 180