তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ডিডি স্পোর্টস্ - এ খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস্ সরাসরি সম্প্রচার করা হবে

Posted On: 23 APR 2022 11:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ এপ্রিল, ২০২২

 

২০২১ – এর খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস্ ২৪শে এপ্রিল শুরু হবে। ক্রীড়ামোদীদের কাছে এটি একটি সুখবর। ডিডি স্পোর্টস এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট প্রত্যেকের টিভি ও মোবাইলে সরাসরি সম্প্রচার করবে।   

২০২০ সালে খেলো ইন্ডিয়া ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে দেশে ক্রীড়া সংস্কৃতির পুনরুজ্জীবনের উদ্যোগ নেওয়া হয়। আগামীকাল দ্বিতীয় খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা শুরু হবে। চলবে তেসরা মে পর্যন্ত। বিশ্ববিদ্যালয় স্তরে বৃহত্তম এই ক্রীড়া প্রতিযোগিতায় ১৮-২৫ বছর বয়সী প্রতিযোগিরা অংশ নেবেন। এখান থেকে অলিম্পিক ও এশিয়ান গেমস্ – এ প্রতিযোগীদের বাছাই করা হবে। ডিডি স্পোর্টস্, স্পোর্টস্ অথরিটি অফ ইন্ডিয়া’র সঙ্গে যৌথভাবে এই ক্রীড়া  প্রতিযোগিতা সম্প্রচারে উদ্যোগ নিয়েছে। ১৭৫টি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ৮০০-এরও বেশি প্রতিযোগী এখানে অংশগ্রহণ করবেন। ভলিবল, সাঁতার, বাস্কেট বল,  ভারোত্তলন, কুস্তি, কাবাডি, ক্যারাটে ও যোগাসন প্রতিযোগিতা সরাসরি সম্প্রচার  করা হবে। জুডো, টেনিস, মল্লখাম্ভো, তীরন্দাজ, ফেন্সিং, ফুটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হকি, শ্যুটিং এবং বক্সিং প্রতিযোগিতার রেকর্ডিং সম্প্রচারিত হবে। এবারের প্রতিযোগিতায় যোগাসন ও মল্লখাম্ভোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দর্শকরা ডিডি স্পোর্টস্ ছাড়াও প্রসার ভারতীর স্পোর্টস ইউটিউব চ্যানেলেও খেলাগুলি দেখার সুযোগ পাবেন। ডিডি স্পোর্টস্ – এ সকাল ৯টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত প্রতিযোগিতাগুলি সম্প্রচার করা হবে। দূরদর্শনের আঞ্চলিক চ্যানেলগুলিকেও গুরুত্বপূর্ণ খেলাগুলি দর্শকরা উপভোগ করতে পারবেন। এছাড়াও, উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান ডিডি স্পোর্টস্ ও ডিডি ন্যাশনালে সম্প্রচার করা হবে। ক্রীড়ামোদীরা খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিযোগিতার সর্বশেষ তথ্য আকাশবাণী স্পোর্টস্ ও দূরদর্শন স্পোর্টস্ – এর ট্যুইটার হ্যান্ডেল @akashvanisports ও @ddsportschannel –এর মাধ্যমেও জানতে পারবেন। প্রসার ভারতীর স্পোর্টস ইউটিউব চ্যানেলে ৪টি লাইভ স্ট্রিম দেখার জন্য কিউআর কোডটি স্ক্যান করুন।

 

CG/CB/SB


(Release ID: 1819425) Visitor Counter : 124