আয়ুষ
বিশ্ব আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শিখর সম্মেলনে ৯ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের আগ্রহপত্র
Posted On:
22 APR 2022 5:31PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২২
গুজরাটের গান্ধীনগরে আয়োজিত বিশ্ব আয়ুষ বিনিয়োগ ও উদ্ভাবন শিখর সম্মেলনে ৯ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের আগ্রহপত্র দিয়ে ইতিহাস তৈরি করেছে। এই আগ্রহপত্রে আয়ুষ চিকিৎসা পদ্ধতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ, যেমন – মেডিকেল ভ্যালু ট্রাভেল, ফার্মা, টেকনোলজি ও ডায়াগনোস্টিক এবং কৃষক তথা কৃষি ক্ষেত্রে বিনিয়োগের প্রস্তাব রয়েছে।
দেশে এ ধরনের প্রথম শিখর সম্মেলন আয়ুষ ক্ষেত্রে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলির মধ্যে চুক্তি স্বাক্ষরের পাশাপাশি, আর্থিক সংস্থান, পারস্পরিক গবেষণা এবং সারা বিশ্বে আয়ুষ চিকিৎসা পদ্ধতির প্রসারে বড় ভূমিকা নিয়েছে। উল্লেখ করা যেতে পারে, ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস্ ক্ষেত্র থেকে ৭ হাজার কোটি টাকারও বেশি, মেডিকেল ভ্যালু ট্রাভেল ক্ষেত্র থেকে প্রায় ১ হাজার কোটি টাকা, ফার্মা ক্ষেত্র থেকে প্রায় ৩৪৫ কোটি টাকা, কৃষক ও কৃষি ক্ষেত্রের জন্য প্রায় ৩০০ কোটি টাকা এবং টেকনোলজি তথা ডায়াগনোস্টিক ক্ষেত্রে প্রায় ৬০ কোটি টাকা নিশ্চিত বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে।
শিখর সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে গত ২০ তারিখ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ৫টি গুরুত্বপূর্ণ সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন আয়ুর্বেদ সায়েন্সেস, আয়ুষ মন্ত্রক এবং দেশের একাধিক মর্যাদাপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে মোট ১২টি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। সম্মেলনের প্রথম পর্বে আমূল, ডাবর, কামা আয়ুর্বেদ, অ্যাকর্ড, ন্যাচারাল রেমিডিজ, পতঞ্জলি সহ ৩০টিরও বেশি ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস্ সংস্থা অংশ নেয়। এই সহযোগিতার ফলে ৫ লক্ষ ৫০ হাজারেরও বেশি কর্মসংস্থান ও ৭৬ লক্ষেরও বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। আয়ুষ মন্ত্রকের ন্যাশনাল মেডিসিনাল প্ল্যান্ট বোর্ড – এর সহায়তায় কৃষক সংগঠন ও শিল্প সংস্থাগুলির মধ্যে ৫০টিরও বেশি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্বাক্ষরের ফলে ৬ হাজার ৩০০ জনেরও বেশি কৃষক উপকৃত হবেন এবং ৪.৫ হাজার মেট্রিক টনেরও বেশি ভেষজ সামগ্রী উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আয়ুর্বেদ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে আয়ুষ মন্ত্রকের রাষ্ট্রীয় আয়ুর্বেদ বিদ্যাপীঠ এবং আর্জেন্টিনার ফান্ডাসিওন ডি সালুড আয়ুর্বেদ প্রেমা (আয়ুর্বেদ প্রেমা হেলথ ফাউন্ডেশন) প্রতিষ্ঠানের মধ্যে আন্তর্জাতিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।
এছাড়াও, ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ, ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ রিও ডি জেনেরিও এবং ব্রাজিলিয়ান অ্যাকাডেমিক কনসর্টিয়াম ফর ইন্টিগ্রেটিভ হেলথ প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। আয়ুর্বেদ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহযোগিতার লক্ষ্যেই এই মউ স্বাক্ষর। এমনকি, আয়ুষ মন্ত্রকের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ আয়ুর্বেদ এবং কানাডার টরেন্টোর ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক – এর মধ্যেও চিকিৎসক ও স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত পেশাদারদের প্রশিক্ষণের জন্য পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। মেক্সিকোয় ইউনিভার্সিড অটোনোমা ডি নিউভো লিওন প্রতিষ্ঠানে একটি আয়ুর্বেদ সংক্রান্ত একটি অধ্যাপক পদ তৈরির জন্য আয়ুষ মন্ত্রকের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। আয়ুর্বেদ ক্ষেত্রে যে অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে, তা খুঁজে বের করে জনসাধারণের আরও বেশি দৃষ্টি আকর্ষণ করার জন্য এ ধরনের সম্মেলন আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
CG/BD/SB
(Release ID: 1819201)
Visitor Counter : 209