সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
azadi ka amrit mahotsav

ত্রুটিপূর্ণ সমস্ত ইলেক্ট্রিক বাহন ফিরিয়ে নিতে সংস্থাগুলিকে আগাম পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন শ্রী নীতিন গড়করি; ঘটনার তদন্ত এবং উৎকর্ষতা-কেন্দ্রিক নীতি-নির্দেশিকার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন

Posted On: 22 APR 2022 11:45AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২২ এপ্রিল, ২০২২

 

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নীতিন গড়করি বলেছেন, গত দু’মাসে ইলেক্ট্রিক দু’চাকারের যানের সঙ্গে যুক্ত একাধিক দুর্ঘটনার কথা নজরে এসেছে। দুর্ভাগ্যজনকভাবে এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু ও অনেকে আহত হয়েছেন। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার একগুচ্ছ ট্যুইটে শ্রী গড়করি বলেছেন, ত্রুটিপূর্ণ এ ধরনের সমস্ত বাহন দ্রুত ফিরিয়ে নিতে সংস্থাগুলি আগাম পদক্ষেপ নিতে পারে। তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সুদক্ষ নেতৃত্বে আমাদের সরকার প্রত্যেক যাত্রীর সুরক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

ইলেক্ট্রিক দু’চাকার বাহনের ক্ষেত্রে এ ধরনের দুর্ঘটনার তদন্ত এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণে সুপারিশ করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে বলে শ্রী গড়করি জানান। বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দোষী সংস্থাগুলির বিরুদ্ধে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হবে। সেইসঙ্গে, ইলেক্ট্রিক যানবাহনের জন্য উৎকর্ষতা-কেন্দ্রিক নীতি-নির্দেশিকাও শীঘ্রই প্রকাশ করা হবে।

শ্রী গড়করি আরও জানান, যদি কোনও সংস্থার উদাসীনতা রয়েছে বলে জানা যায়, সেক্ষেত্রে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ত্রুটিপূর্ণ সমস্ত বাহন দ্রুত ফিরিয়ে নেওয়ার নির্দেশ নেওয়া হবে।

 

CG/BD/SB




(Release ID: 1818998) Visitor Counter : 108