স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৬ কোটি ৯০ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ২ কোটি ৫০ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

ভারতে বর্তমানে সংক্রমিত চিকিৎসাধীনের সংখ্যা ১২ হাজার ৩৪০

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৭

জাতীয় স্তরে আরোগ্যের হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.৩৮ শতাংশ

Posted On: 20 APR 2022 9:22AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২২


ভারতে এ পর্যন্ত ১,৮৬,৯০,৫৬,৬০৭টি টিকার ডোজ দেওয়া হয়েছে। ১৬ই মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ২,৫০,৮৩,৯৪০ জন নাবালক-নাবালিকা টিকার প্রথম ডোজ পেয়েছে। ১৮-৫৯ বছর বয়সীদের মধ্যে ২ লক্ষ ১১ হাজার জন সতর্কতামূলক ডোজ নিয়েছেন। এই ডোজ ১০ই এপ্রিল থেকে দেওয়া শুরু হয়েছে।

স্বাস্থ্য কর্মীদের মধ্যে ১,০৪,০৪,৪৮২ জন টিকার প্রথম ডোজ, ১,০০,০৯,৬০৬ জন টিকার দ্বিতীয় ডোজ এবং ৪৬,৩০,৪০৫ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে ১,৮৪,১৪,৫০৯ জন প্রথম ডোজ, ১,৭৫,২৭,৯৯৬ জন দ্বিতীয় ডোজ এবং ৭২,০৩,৫৭৩ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। ১২-১৪ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১,৫০,৮৩,৯৪০ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৮,৬২,৮৪০ জন। ১৫-১৮ বছর বয়সীদের মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৫,৭৯,৭০,০৬৪ জন এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪,০৭,৪৫,৮৬১ জন। ১৮-৪৪ বছর নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৫৫,৫৩,৪২,৫২৮ জন; দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪৭,৩৭,৩১,৫৫১ জন এবং সতর্কতামূলক ডোজ পেয়েছেন ৪৬,৯৬০ জন। ৪৫-৫৯ বছর বয়সী নাগরিকদের মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ২০,২৮,৬৩,০৭৪ জন; দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৮,৭০,০৬,৩৮৭ জন এবং সতর্কতামূলক ডোজ পেয়েছেন ১,৬৪,০৪০ জন। যাঁদের বয়স ৬০-এর ওপরে তাঁদের মধ্যে ১২,৬৮,২৩,৫১৭ জন প্রথম ডোজ, ১১,৬৪,৯০,১৯৯ জন দ্বিতীয় ডোজ এবং ১,৩৭,৩৫,০৭৫ জন সতর্কতামূলক ডোজ পেয়েছেন। এ পর্যন্ত দেশে মোট ২,৫৭,৮০,০৫৩টি সতর্কতামূলক ডোজ দেওয়া হয়েছে।

ভারতে কোভিড সংক্রমণের হার ক্রমশ নিম্নমুখী। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৭ জন। বর্তমানে ১২ হাজার ৩৪০ জন চিকিৎসাধীন। দেশে মোট সংক্রমিতের মাত্র ০.০৩ শতাংশ চিকিৎসাধীন।

কোভিড-১৯ সংক্রমণ থেকে আরোগ্য লাভের হার ঊর্ধ্বমুখী। জাতীয় আরোগ্য লাভের হার ৯৮.৭৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৭ জন কোভিড মুক্ত হয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ২৪৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

দেশ জুড়ে নমুনা পরীক্ষার পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে। গত ২৪ ঘন্টায় ৪ লক্ষ ২১ হাজার ১৮৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত দেশে ৮৩ কোটি ২৯ লক্ষ ২৭ হাজার ৯৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে নমুনা পরীক্ষা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সাপ্তাহিক সংক্রমণের হার ০.৩৮ শতাংশ এবং দৈনিক সংক্রমণের হারও ০.৪৯ শতাংশ।


CG/CB/SB



(Release ID: 1818351) Visitor Counter : 103