স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৬ কোটি ৭২ লক্ষ ছাড়িয়েছে
১২-১৪ বছর বয়সীদের ২ কোটি ৪৭ লক্ষেরও বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬০ হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৪৭
জাতীয়স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৩৪ শতাংশ
Posted On:
19 APR 2022 9:36AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ এপ্রিল, ২০২২
সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৬ কোটি ৭২ লক্ষ ১৫ হাজার ৮৬৫।
১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের ২ কোটি ৪৭ লক্ষ ৬ হাজার ৬৯২টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। একইভাবে, গত ১০ই এপ্রিল থেকে ১৮-৫৯ বছর বয়সীদের কোভিড-১৯ প্রিকশন ডোজ দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১ লক্ষ ৮৫ হাজার ৮৬০টি প্রিকশন ডোজ দেওয়া হয়েছে।
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্যকর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১০৪০৪৪২৩
১০০০৯০০৪
৪৬১৪৫৯০
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১৮৪১৪৪২৩
১৭৫২৭০৬৩
৭১৭৪৫৭৬
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
২৪৭০৬৬৯২
৪৬৯৫১৯
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫৭৯২৮০৪১
৪০৬০০২০৫
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
৫৫৫৩০৪৮০৩
৪৭৩২৭৭০৩২
৪১৭৭৮
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
২০২৮৫৭৫৭৬
১৮৬৯১২৭৮১
১৪৪০৮২
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১২৬৮১৮৯৪১
১১৬৪২৭৭৮৬
১৩৫৮২৫৫০
|
|
প্রিকশন ডোজ
|
২,৫৫,৫৭,৫৭৬
|
মোট
|
|
১,৮৬,৭২,১৫,৮৬৫
|
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ হাজার ৮৬০ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।
একইভাবে জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯২৮ জন। এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্য লাভের সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ১১ হাজার ৭০১।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪৭ জন।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৮৩ কোটি ২৫ লক্ষ ৬ হাজার ৭৫৫।
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.৩৪ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৩১ শতাংশ।
CG/SS/SKD/
(Release ID: 1818043)
Visitor Counter : 154