স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৮৫ কোটি ৩৮ লক্ষ ছাড়িয়েছে


১২-১৪ বছর বয়সীদের ২ কোটি ১১ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ ১১ হাজার ৪৯২ হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০৯

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.২৩ শতাংশ

Posted On: 08 APR 2022 9:24AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০২২

 

সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৫ কোটি ৩৮ লক্ষ ৮৮ হাজার ৬৬৩।

১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ গত ১৬ই মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের ২ কোটি ১১ লক্ষ ২৮ হাজার ৯৭৭টি কোভিড-১৯ টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১০৪০৩৯৯৪

 

১০০০৩৯০৭

 

৪৫১৫৩৪১

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১৮৪১৩৭৫১

 

১৭৫১৮৩০০

 

৬৯৭৭৬৫৪

 

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

২১১২৮৯৭৭

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৭৫৪৬৮৮৫

 

৩৯২৩৬৩২০

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৫৪৯৫১৯৭৯

 

৪৬৯১২৩৭০৫

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০২৮০৫২৮৮

 

১৮৬০৪৪৭১৫

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২৬৭৮১১০২

 

১১৫৮৮১৬১৬

 

১২৫৫৫১২৯

 

 

প্রিকশন ডোজ

,৪০,৪৮,১২৪

 

মোট

 

,৮৫,৩৮,৮৮,৬৬৩

ধারাবাহিকভাবে নিম্নমুখী প্রবণতা অব্যাহত থেকে দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ১১ হাজার ৪৯২ হয়েছে, যা মোট আক্রান্তের ০.০৩ শতাংশ।

একইভাবে জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৬ শতাংশ। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২১৩ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৫ লক্ষ ২।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ৫৩ হাজার ৫৮২টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৯ কোটি ২৯ লক্ষ ৬৩ হাজার ৩৩।

দেশে সাপ্তাহিক ও দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার লাগাতার নিম্নমুখী। সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২৩ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.২৪ শতাংশ।

 

CG/BD/SB


(Release ID: 1814786) Visitor Counter : 141