প্রধানমন্ত্রীরদপ্তর

বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন এবং সবার সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রার্থনা করেছেন

Posted On: 07 APR 2022 9:18AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ এপ্রিল, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্ব স্বাস্থ্য দিবসে শুভেচ্ছা জানিয়েছেন এবং সকলের সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তিনি স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আয়ুষ্মান ভারত ও প্রধানমন্ত্রী জনঔষধি প্রকল্প দেশের নাগরিকদের জন্য উন্নতমানের ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি আরও জানান, গত ৮ বছরে চিকিৎসা শিক্ষা খাতে দ্রুত পরিবর্তন এসেছে। বেশ কিছু নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় ভাষায় মেডিসিনের বিষয়ে পড়াশুনা চালু করার জন্য প্রয়াস চালাচ্ছে। এতে অগণিত তরুণ তরুণীর আকাঙ্খা ডানা মেলবে।

একাধিক ট্যুইটে প্রধানমন্ত্রী জানান, “আরোগ্যম পরম ভাগ্যম স্বাস্থ্যম সর্বার্থসাধনম্।। 

বিশ্ব স্বাস্থ্য দিবসের শুভেচ্ছা। সবাই সুস্বাস্থ্য ও সুস্থতা লাভ করুন। আজ স্বাস্থ্য ক্ষেত্রের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। তাঁদের কঠোর পরিশ্রম আমাদের বসুন্ধরাকে সুরক্ষিত রেখেছে”।

“কেন্দ্রীয় সরকার ভারতের স্বাস্থ্য পরিকাঠামো বাড়ানোর জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছে। নাগরিকদের জন্য উন্নত মানের ও সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করার উপর নজর দেওয়া হচ্ছে। এটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করে যে, আমাদের দেশেই বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য সেবা প্রকল্প আয়ুষ্মান ভারত রয়েছে”।

“আমি প্রধানমন্ত্রী জনঔষধির মতো প্রকল্পগুলির সুবিধাভোগীদের সঙ্গে আলাপচারিতা করার সময় খুবই আনন্দ অনুভব করি। সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবার উপর আমাদের নজর দেওয়ার ফলে দরিদ্র ও মধ্যবিত্তের জন্য উল্লেখযোগ্য সঞ্চয় নিশ্চিত হয়েছে। একই সময়ে আমরা সকলের কল্যাণে গতি আনতে আয়ুষ্মান নেটওয়ার্ককে শক্তিশালী করছি”।

গত আট বছরে চিকিৎসা ক্ষেত্রে দ্রুত পরিবর্তন এসেছে। বেশ কয়েকটি নতুন মেডিকেল কলেজ তৈরি হয়েছে। স্থানীয় ভাষায় মেডিসিনের বিষয়ে পড়াশুনা চালু করার জন্য আমাদের সরকারের উদ্যোগ অগণিত তরুণ তরুণীর আশা-আকাঙ্খাকে ডানা মেলতে সাহায্য করবে”। 

 

CG/SS/SB



(Release ID: 1814464) Visitor Counter : 123