স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯১৩ জন; ৭১৫ দিন পর ১ হাজারের নীচে নেমে এসেছে


দৈনিক কোভিডে মৃত্যুর সংখ্যা আজ ১০-এর নীচে

১২ থেকে ১৪ বছর বয়সীদের ১.৮৬ কোটিরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

Posted On: 04 APR 2022 11:47AM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৪ এপ্রিল, ২০২২

 

দেশে করোনায় প্রতিদিনই সংক্রমণের সংখ্যা ক্রমশই কমছে এবং উল্লেখযোগ্য সাফল্য লক্ষ্য করা গেছে। ৭১৪ দিন পর দেশে চিকিৎসাধীন সক্রিয় রোগের সংখ্যা ১৩ হাজারের নীচে নেমে এসে আজ ১২ হাজার ৫৯৭ হয়েছে, যা দেশে মোট আক্রান্ত রোগীর ০.০৩ শতাংশ। ২০২০ সালের ১৮ই এপ্রিল দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ১২ হাজার ৯৭৪।

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশই কমেছে। ৭১৫ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজারের নীচে নেমে এসে আজ ৯১৩ হয়েছে। ২০২০ সালের ১৮ই এপ্রিল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৯১।

দেশে নিরন্তর করোনায় আরোগ্যের হার বৃদ্ধি পেয়ে চলেছে। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮.৭৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩১৬ জন। এই নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৪ লক্ষ ৯৫ হাজার ৮৯ জন। দৈনিক মৃত্যুর সংখ্যা ১০-এর নীচে নেমে এসেছে।

২৪ ঘণ্টায় ৩ লক্ষ ১৪ হাজার ৮২৩ জন করোনার নমুনা পরীক্ষা করেছেন। দেশে মোট করোনার নমুনা পরীক্ষা করেছেন ৭৯ কোটি ১০ লক্ষ ৭৯ হাজার ৭০৬ জন।

দৈনিক এবং সাপ্তাহিত ভিত্তিতে সক্রিয় রোগীর সংখ্যা উল্লেখযোগ্যহারে কমেছে। সাপ্তাহিক সক্রিয় রোগীর হার কমে এসে দাঁড়িয়েছে ০.২২ শতাংশ। অন্যদিকে, দৈনিক আক্রান্তের হার ০.২৯ শতাংশে দাঁড়িয়েছে।

দেশে এপর্যন্ত মোট ১৮৪ কোটি ৭০ লক্ষ ৮৩ হাজার ২৭৯ জনকে টিকার ডোজ দেওয়া হয়েছে।

চলতি বছরের ১৬ই মার্চ থেকে ১২-১৪ বয়সীদের কোভিড-১৯ টিকার ডোজ দেওয়া শুরু হয়েছে। সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ :

স্বাস্থ্যকর্মী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১০৪৩৮০৯

 

১০০০১৬৪৭

 

৪৪৮৩০৪৬

 

প্রথমসারির করোনা যোদ্ধা

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

৪১৩৪৩৯

 

৭৫১৩৭৫৭

 

৬৯১৫৫৮৬

 

- বছর বয়সী

প্রথমডোজ

১৮৬৩৯২৬০

১৫-১৮ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৭৩৩৩২৭৭

 

৩৮৫৪৮৩০৬

১৮-৪৪ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

৫৫৪৭৫৯৬৯৫

 

৪৬৭২৩১৬৯৪

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

২০২৭৭৫৬৯৯

 

১৮৫৬৩৬৪৫৫

 

ষাটোর্ধ্ব

প্রথমডোজ

 

দ্বিতীয়ডোজ

 

সতর্কতামূলক ডোজ

১২৬৭৫৭৯১২

 

১১৫৬২৬৯৭৭

 

১২০৪২৭২০

 

 

সতর্কতামূলক ডোজ

২৩৪৪১৩৫২

 

মোট

 

৮৪৭০৮৩২৭৯

 

CG/SS/SKD/


(Release ID: 1813217) Visitor Counter : 164