প্রধানমন্ত্রীরদপ্তর
রাজ্যসভার বিদায়ী সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বিদায়ী সম্ভাষণ
“অভিজ্ঞ সদস্যরা যখন অবসর নেন, তখন এই কক্ষে শূণ্যতার অনুভূতি হয়”
“এই কক্ষে সারা দেশের সংবেদনশীলতা, ভাবনা, ব্যথা ও উৎসাহের প্রতিফলন ঘটে”
प्रविष्टि तिथि:
31 MAR 2022 1:12PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৩১ মার্চ, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজ্যসভা বিদায়ী সদস্যদের অবদানের প্রশংসা করে তাঁদের ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অবসর নিতে চলা সদস্যদের অভিজ্ঞতার প্রসঙ্গ উল্লেখ করে শ্রী মোদী বলেন, এঁদের অবসরের সঙ্গে সঙ্গে কক্ষের বাকি সদস্যদের দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধি পায় কারণ, কক্ষের বর্তমান সদস্যরাই বিদায়ী সদস্যদের কর্তব্য পালনের প্রথাকে এগিয়ে নিয়ে যাবেন।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের এই কক্ষে সারা দেশের সংবেদনশীলতা, ভাবনা, ব্যথা ও উৎসাহের প্রতিফলন ঘটে। তিনি আরও বলেন, সদস্য হিসেবে আমরা যেমন এই কক্ষে অনেক অবদান রাখি এটা যেমন সত্যি, তেমনই এটাও বাস্তব যে সমাজের বিভিন্ন রূপ সম্পর্কে এই কক্ষ জ্জানার ও উপলব্ধি করার সুযোগ করে দেয়।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই কক্ষের কয়েকজন সদস্য অবসর নিতে চলেছেন। তবে তাঁরা তাঁদের সুদীর্ঘ অভিজ্ঞতা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেবেন।
প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের কাছে সংসদের প্রকৃত রূপ তুলে ধরতে বিভিন্ন স্মরণীয় ঘটনা লিখে রাখার জন্য সদস্যদের পরামর্শ দেন। তিনি আরও বলেন, কক্ষের সদস্যরা দেশকে সঠিক দিশা দেখান ও প্রভাবিত করেন। তাই, তাঁদের স্মৃতিচারণাকে প্রাতিষ্ঠানিকভাবে দেশের উন্নয়নে ব্যবহার করা যেতে পারে বলেও শ্রী মোদী অভিমত প্রকাশ করেন।
‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করার জন্যও শ্রী মোদী কক্ষের বিদায়ী সদস্যদের অনুরোধ জানান।
CG/BD/DM/
(रिलीज़ आईडी: 1812004)
आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam