স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
azadi ka amrit mahotsav g20-india-2023

ভারতে কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮৩ কোটি ২০ লক্ষ ছাড়িয়েছে


১২ থেকে ১৪ বছর বয়সীদের ১ কোটি ২২ লক্ষের বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যা কমে আজ দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৭, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪২১

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৭৫ শতাংশ

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২৭ শতাংশ

Posted On: 27 MAR 2022 9:30AM by PIB Kolkata

নতুন দিল্লি, ২৭ মার্চ, ২০২২


দেশে মোট টিকাকরণের সংখ্যা ১৮৩ কোটি ২০ লক্ষ ১০ হাজার ৩০ ছাড়িয়েছে১২ থেকে ১৪ বছর বয়সীদের কোভিড-১৯ টিকাকরণ গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে। এখনও পর্যন্ত এই বয়সী শিশুদের ১ কোটি ২২ লক্ষ ১ হাজার ৬৫টি টিকার ডোজ দেওয়া হয়েছে।

আজ সকাল ৭-টা পর্যন্ত পাওয়া প্রাথমিক তথ্যানুযায়ী মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্যকর্মী

প্রথম ডোজ

,০৪,০৩,৪৭২

দ্বিতীয় ডোজ

৯৯,৯৬,২৬১

প্রিকশন ডোজ

৪৪,২১,৮৭২

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

,৮৪,১২,৭৯৭

দ্বিতীয় ডোজ

,৭৫,০১,০৮৬

প্রিকশন ডোজ

৬৭,৯৩,৪৭৬

১২-১৪ বছর বয়সী

প্রথম ডোজ

,২২,০১,০৬৫

১৫-১৮ বছর বয়সী

প্রথম ডোজ

,৬৮,১৪,৪২২

দ্বিতীয় ডোজ

,৭১,৭৪,১১৩

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

৫৫,৪২,৭৮,০২২

দ্বিতীয় ডোজ

৪৬,৩৪,৫৭,৫৩০

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

২০,২৬,৯০,৯৬৯

দ্বিতীয় ডোজ

১৮,৪৭,৪৮,৯৫০

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

১২,৬৬,৯৭,৫৯৮

দ্বিতীয় ডোজ

১১,৫০,৭৭,৯৩০

প্রিকশন ডোজ

,১৩,৪০,৪৬৭

প্রিকশন ডোজ

,২৫,৫৫,৮১৫

মোট

,৮৩,২০,১০,০৩০

দেশে সুস্পষ্ট ভাবে করোনায় আক্রান্তের সংখ্যায় লাগাতার নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এর ফলে, দেশে আজ সুস্পষ্ট ভাবে কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ১৮৭, যা মোট আক্রান্তের ০.০৪ শতাংশ।

একই ভাবে জাতীয় স্তরে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৬ জন এরফলে, মহামারী শুরুর সময় থেকে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২৬২

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪২১

দেশে নমুনা পরীক্ষার হার লাগাতার বৃদ্ধি পেয়েছে। এর ফলে, গত ২৪ ঘণ্টায় ৬ লক্ষ ২০ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা হয়েছে। সামগ্রিকভাবে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা এখনও পর্যন্ত ৭৮ কোটি ৬৯ লক্ষ ২২ হাজার ৯৬৫

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ০.২৭ শতাংশ। একইভাবে, দৈনিক-ভিত্তিতে আক্রান্তের হার ০.২৩ শতাংশ।

 

CG/BD/AS/



(Release ID: 1810248) Visitor Counter : 161