প্রধানমন্ত্রীরদপ্তর

চতুর্দশ ভারত – জাপান বার্ষিক শীর্ষ সম্মেলন (১৯শে মার্চ, ২০২২; নতুন দিল্লি)

Posted On: 17 MAR 2022 8:30PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২২

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে জাপানের প্রধানমন্ত্রী মিঃ কিশিদা ফুমিও চতুর্দশ ভারতজাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সরকারি সফরে ১৯শে মার্চ নতুন দিল্লি আসবেন। উভয় নেতার মধ্যে এটিই প্রথম শীর্ষ সম্মেলন। এর আগে ২০১৮ সালের অক্টোবর মাসে টোকিও-তে ভারতজাপান বার্ষিক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

বিশেষ কৌশলগত আন্তর্জাতিক অংশীদারিত্বের ভাবনায় ভারত জাপানের মধ্যে বহুস্তরীয় সহযোগিতা রয়েছে। এই শীর্ষ সম্মেলন দুপক্ষকেই বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার মূল্যায়ন করতে সাহায্য করবে এবং এই সহযোগিতা আরও দৃঢ় হবে। ভারতপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভৌগোলিক সীমানা পেরিয়ে  শান্তি, স্থিতিশীলতা সমৃদ্ধির জন্য এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়ে উঠবে। শীর্ষ সম্মেলনে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবে।

 

CG/CB/SB



(Release ID: 1807435) Visitor Counter : 135