যোগাযোগওতথ্যপ্রযুক্তিমন্ত্রক

ভারতের টেলিযোগাযোগ দপ্তর এবং কমনওয়েল্থের টেলিযোগাযোগ সংগঠন কার্যকর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ্রহণে ভারতের সাফল্য তুলে ধরতে কর্মসূচির আয়োজন করে

Posted On: 18 MAR 2022 9:40AM by PIB Kolkata
নতুন দিল্লি,  ১৮ মার্চ, ২০২২
 
কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর এবং কমনওয়েল্থ টেলিযোগাযোগ সংগঠন কার্যকর ভাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গ্রহণে ভারতের সাফল্যগুলি তুলে ধরতে অনলাইনে ডিজিটাল টান্সফর্মেশন সেন্টার স্টেজ (ডিটিএসসি) - ইন্ডিয়া শীর্ষক এক কর্মসূচির আয়োজন করে। কমনওয়েল্থ টেলিযোগাযোগ সংগঠনের সদস্যভুক্ত দেশগুলির মধ্যে পরিবর্তনকারী ডিজিটাল সমাধান পদ্ধতি গ্রহণে উৎসাহিত করতে এই কর্মসূচি আয়োজন করা হয়। উল্লেখ করা যেতে পারে, ভারত এই সংগঠনে সদস্য ৩৩টি দেশের মধ্যে অন্যতম একটি। 
 
এই কর্মসূচিতে ভারতের আধার এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থায় সাফল্যের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়। ডিজিটাল ভারত কর্মসূচিতে আধার এবং ইউপিআই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আধার ব্যবস্থায় ভারতে আর্থিক অন্তর্ভুক্তিকরণ, নগদ সুবিধা হস্তান্তর প্রভৃতি ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরা হয়। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) গ্রাহক, ব্যাঙ্ক, আর্থিক প্রযুক্তি ও ব্যবসায়ীদের স্বার্থে ইউপিআই ব্যবস্থার বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করে। এনপিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়, কেবল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউপিআই ভিত্তিক লেনদেনের পরিমাণ ৪.৫ বিলিয়ন। 
 
কমনওয়েল্থের টেলিযোগাযোগ সংগঠনের সদস্যভুক্ত দেশগুলিকে তাদের নাগরিকদের ক্ষমতায়নে ডিজিটাল প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার আরও বাড়ানোর জন্য কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তরের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। সংগঠনের সদস্যভুক্ত দেশগুলি ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সাফল্যের কাহিনী ভাগ করে নেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানায়। 
 
CG/BD/AS/


(Release ID: 1807186) Visitor Counter : 162