স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচির আওতায় মোট টিকাদান ১৮০.৯৭ কোটি ডোজ ছাড়িয়ে গেছে
১২-১৪ বছর বয়সসীমায় ৯ লক্ষ ডোজেরও বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে
দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে হয়েছে ২৯ হাজার ১৮১; করোনা রোগীর মধ্যে ০.০৭ শতাংশ উপসর্গযুক্ত
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৮ জন
বর্তমানে আরোগ্যের হার ৯৮.৭৩ শতাংশ
সাপ্তাহিক সংক্রমণের হার ০.৪০ শতাংশ
Posted On:
18 MAR 2022 9:11AM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মার্চ, ২০২২
আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া অন্তর্বর্তী প্রতিবেদন অনুসারে দেশে কোভিড টিকাকরণ কর্মসূচির আওতায় মোট ১৮০.৯৭ কোটিরও বেশি (১,৮০,৯৭,৯৪,৫৮৮) ডোজ টিকা দেওয়া হয়েছে। এজন্য ২,১২,৯৭,৩৩১টি সেশন লেগেছে।
১২-১৪ বছর বয়সসীদের কোভিড টিকাকরণ শুরু হয়েছে ১৬ই মার্চ ২০২২ তারিখ থেকে। এপর্যন্ত এই বয়সীমায় ৯ লক্ষ ডোজেরও বেশি (৯,০৪,৭০০) প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে।
টিকাকরণের বিশদ বিবরণ নীচে দেওয়া হল -
মোট টিকার ডোজ
স্বাস্থ্যকর্মী
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
সতর্কতামূলক ডোজ
|
১,০৪,০২,৯৪৪
৯৯,৮৯,০৯৯
৪৩,৪৮,৮৯৫
|
প্রথমসারির করোনা যোদ্ধা
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
সতর্কতামূলক ডোজ
|
১,৮৪,১১,৯৯৯
১,৭৪,৮৫,৯৮০
৬৬,৩৮,০৯৯
|
১২-১৪ বছর বয়সী
|
প্রথমডোজ
|
৯,০৪,৭০০
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথমডোজ
দ্বিতীয় ডোজ
|
৫,৬১,৫২,০৭৩
৩,৫২,৮২,৩৩৭
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
|
৫৫,৩৬,৯৩,৪৫৭
৪৫,৮৭,১১,৩১৬
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
|
২০,২৫,৯২,৮৮৪
১৮,৩৫,৬৯,১২৭
|
ষাটোর্ধ্ব
|
প্রথমডোজ
দ্বিতীয়ডোজ
সতর্কতামূলক ডোজ
|
১২,৬৬,৩১,০৬৭
১১,৪৩,৩৬,৪০৯
১,০৬,৪৪,২০২
|
|
সতর্কতামূলক ডোজ
|
২,১৬,৩১,১৯৬
|
মোট
|
|
১,৮০,৯৭,৯৪,৫৮৮
|
দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ক্রমশই কমছে। আজ তা এসে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮১-তে। মোট করোনা রোগীর ০.০৭ শতাংশ উপসর্গযুক্ত।
দেশে বর্তমানে আরোগ্যের হার ৯৮.৭৩ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৯৯৭ জন। এই নিয়ে এপর্যন্ত মোট ৪,২৪,৫৮,৫৪৩ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন।
২৪ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৮ জন।
২৪ ঘণ্টায় ৬ লক্ষ ৩৩ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে এপর্যন্ত মোট ৭৮.১৮ কোটিরও বেশি (৭৮,১৮,৫৮,১৭১) নমুনা পরীক্ষা করা হয়েছে।
দৈনিক সংক্রমণের হার এবং সাপ্তাহিক সংক্রমণের হার - দুটিই বর্তমানে ০.৪০ শতাংশ।
CG/SD/SKD/
(Release ID: 1807181)
Visitor Counter : 150