সড়কপরিবহণওমহাসড়কমন্ত্রক
ভারতের ভূখন্ডে প্রবেশ বা যাত্রা করার সময় অন্য দেশের নিবন্ধিত নন-ট্রান্সপোর্ট (ব্যক্তিগত) যানবাহন চলাচল বিধিবদ্ধ করার জন্য জারি করা খসড়া বিজ্ঞপ্তি
Posted On:
17 MAR 2022 11:01AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২২
সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক চলতি বছরের ১৬ই মার্চ আন্তঃদেশীয় নন-ট্রান্সপোর্ট (ব্যক্তিগত) যানবাহন বিধি, ২০২২ – এর বিষয়ে একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিধিতে ভারতের ভূখন্ডে প্রবেশ বা যাত্রা করার সময় অন্য দেশে নিবন্ধিত নন-ট্রান্সপোর্ট (ব্যক্তিগত) যানবাহন চলাচল বিধিবদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে।
দেশে থাকার সময় আন্তঃদেশীয় নন-ট্রান্সপোর্ট যানবাহন বিধির আওতায় গাড়িতে একটি বৈধ নিবন্ধিত শংসাপত্র, একটি বৈধ গাড়ি চালানোর লাইসেন্স, আন্তর্জাতিক গাড়ি চালানোর অনুমতি, একটি বৈধ বীমাপত্র এবং একটি বৈধ দূষণ নিয়ন্ত্রণ শংসাপত্র রাখতে হবে।
উপরোক্ত নথিগুলি যদি ইংরাজী ছাড়া অন্য ভাষায় হয়, তা হলে একটি অনুমোদিত ইংরাজী অনুবাদ, অনুমোদনকারী কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথভাবে প্রমাণিত এবং মূল নথি সঙ্গে রাখতে হবে।
CG/SS/SB
(Release ID: 1807022)