স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
কোভিড ১৯ টিকাকরণ সংক্রান্ত সর্বশেষ তথ্য
Posted On:
14 MAR 2022 1:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৪ মার্চ, ২০২২
কেন্দ্রীয় সরকার বৈজ্ঞানিক সংস্থাগুলির সঙ্গে যথাযথ আলোচনার পরে সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১৬-ই মার্চ থেকে ১২-১৩ বছর এবং ১৩-১৪ বছর বয়সী (যারা ২০০৮,২০০৯ এবং ২০১০ সালে জন্মগ্রহণ করেছে অর্থাৎ যারা ইতিমধ্যে ১২ বছরের বেশি বয়সী) তাদের কোভিড ১৯ টিকাদান শুরু করা হবে । হায়দ্রাবাদের বায়োলজিক্যাল ইভান্সের তৈরি করবিভ্যাক্স কোভিড ১৯ টিকা দেওয়া হবে তাদের ।
উল্লেখ্য, বর্তমান কোভিড ১৯ টিকাদান কর্মসূচির আওতায় ১৪ বছরের বেশি বয়সীদের ইতিমধ্যেই কোভিড ১৯ টিকা দেওয়া হচ্ছে ।
সরকার আরও সিদ্ধান্ত নিয়েছে যে ৬০ বছরের বেশি বয়সী যাদের আগে থেকেই অন্যান্য রোগের উপসর্গ রয়েছে, তাদের কোভিড ১৯ প্রিকশন ডোজ নেওয়ার ক্ষেত্রে যে শর্ত আরোপ করা হয়েছিল, তা তুলে দেওয়া হবে । একইসঙ্গে ১৬-ই মার্চ থেকে ৬০ বছরের বেশি বয়সী সব জনসংখ্যার মানুষই কোভিড ১৯ টিকার প্রিকশন ডোজ পাওয়ার যোগ্য হবেন ।
CG/SS/RAB
(Release ID: 1805837)
Visitor Counter : 276
Read this release in:
Tamil
,
Malayalam
,
English
,
Gujarati
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu