স্বরাষ্ট্র মন্ত্রক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বতন্ত্রতা সৈনিক সম্মান যোজনার সময়সীমা ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত বৃদ্ধি করেছে

Posted On: 07 MAR 2022 3:09PM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৭ মার্চ, ২০২২


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বতন্ত্রতা সৈনিক সম্মান যোজনার সময়কাল বৃদ্ধি করেছে। এই প্রকল্পটির সময়সীমা ২০২৫-২৬ অর্থবর্ষ পর্যন্ত করা হয়েছে। আগে এর সময়কাল ছিল ২০২১-এর ৩১শে মার্চ পর্যন্ত। এর ফলে, ৩,২৭৪ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয় হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বাধীন মন্ত্রকের কাছে এই যোজনার সময়কাল বৃদ্ধির প্রস্তাব করা হয়। এই সিদ্ধান্ত গ্রহণের ফলে স্বাধীনতা সংগ্রামীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকার প্রতিফলিত। আজাদি কা অমৃত মহোৎসব উদযাপনের সময়কালে এই সিদ্ধান্ত অত্যন্ত প্রাসঙ্গিক।

স্বতন্ত্রতা সৈনিক সম্মান ভাতা স্বাধীনতা সংগ্রামী এবং তাঁদের উপর নির্ভরশীল ব্যক্তিরা পেয়ে থাকেন। বর্তমানে এই প্রকল্পের সুবিধাভোগী ২৩ হাজার ৫৬৬ জন। প্রকল্পে যে পেনশন দেওয়া হয়, তার পরিমাণ বিভিন্ন সময়ে বাড়ানো হয়। এছাড়াও, ২০১৬’র ১৫ই অগাস্ট থেকে প্রকল্পের সুবিধাভোগীদের মহার্ঘ্যভাতা দেওয়া শুরু হয়েছে।



CG/CB/SB



(Release ID: 1803681) Visitor Counter : 191