স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
দশম বিশ্ব শ্রবণ দিবস উদযাপনে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়ার ভাষণ
Posted On:
03 MAR 2022 2:27PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৩ মার্চ, ২০২২
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া শ্রবণ ব্যাধি ও শ্রবণ প্রতিবন্ধকতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য সহযোগিতামূলক প্রয়াসের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, “জন ভাগিদারি এবং জন আন্দোলন’ – এর মাধ্যমে শ্রবণজনিত ব্যাধিগুলির ক্ষেত্রে প্রাথমিক সনাক্তকরণের সুবিধা এবং সময় মতো চিকিৎসার বিষয় সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া সম্ভব। দশম বিশ্ব শ্রবণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের ভাষণে একথা জানান তিনি। এ বছরের বিষয় ভাবনা হ’ল – ‘জীবনের জন্য শোনা, মনোযোগ দিয়ে শোনা’।
শ্রবণ ব্যাধি এবং শ্রবণ প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে আশা কর্মী, চিকিৎসক, নার্স, বিভিন্ন সংস্থা যেভাবে কাজ করে চলেছে, তার জন্য প্রশংসা করেন তিনি। শ্রবণ প্রতিবন্ধীদের প্রাথমিক পর্যায়ে চিকিৎসা এবং রোগ-নির্ণয়ের ক্ষেত্রে অভিভাবকদের আরও শিক্ষিত করে তোলার আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী। নিজে থেকে ওষুধ ব্যবহার না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিৎ। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই রোগের চিকিৎসায় প্রযুক্তির ব্যবহার আগামী দিনে গেম চেঞ্জার হয়ে উঠতে পারে। প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য সেবায় সরকার অঙ্গীকারবদ্ধ। শ্রবণ শক্তি হ্রাসের চিকিৎসার জন্য বয়স্ক ও শিশুদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ইতিমধ্যেই বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলা করার জন্য ‘প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যত্ন নেওয়ার জন্য জাতীয় কর্মসূচি (এনপিএইচসিই) চালু করেছে। এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভার্চ্যুয়াল মাধ্যমে মহীশূরের অল ইন্ডিয়া ইন্সটিটিউটের স্পিচ অ্যান্ড হেয়ারিং – এ ১১টি আউটরিচ সার্ভিস সেন্টার এবং এআইআইএমএস-তে নিওনাটাল হেয়ারিং স্ক্রিনিং ফেসিলিটি ফর হেয়ারিং ইম্পেয়ারড্ – এর সূচনা করেন। নবজাতক শিশু, স্কুল পড়ুয়া এবং প্রাপ্ত বয়স্কদের বিষয়ে গত দু’বছরে কানের চিকিৎসা সংক্রান্ত প্রতিবেদন সহ শিশু ও বয়স্কদের কানের চিকিৎসার উপর একটি বই প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীণ পাওয়ার উপস্থিত ছিলেন।
CG/SS/SB
(Release ID: 1802790)
Visitor Counter : 181