সারওরসায়নমন্ত্রক

“অপারেশন গঙ্গা”-র আওতায় ইউক্রেন থেকে ২০০ জন ভারতীয় ছাত্র ও নাগরিক দিল্লিতে এসে পৌঁছেছেন


কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী শ্রী ভগওয়ান্ত খুবা তাদের স্বাগত জানান

ভারত সরকার ইউক্রেন থেকে সব ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

Posted On: 03 MAR 2022 12:07PM by PIB Kolkata

নতুন দিল্লি, ০৩ মার্চ, ২০২২

 

ভারত সরকারের ‘অপারেশন গঙ্গা’র আওতায় প্রায় ২০০ জন ভারতীয় ছাত্র ও নাগরিককে ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। 

ইন্ডিগোর বিশেষ উড়ানে তারা আজ সকালে নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন। এঁদের বেশিরভাগই ছাত্র-ছাত্রী। কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী শ্রী ভগওয়ান্ত খুবা তাদের স্বাগত জানান। 

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার ইউক্রেন থেকে প্রত্যেক ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে দৃঢ়প্রতিজ্ঞ। তাদের বন্ধু ও সহকর্মীদেরও শীঘ্রই দেশে ফেরানো হবে বলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পড়ুয়াদের আশ্বাস দেন। 

দেশে ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পেয়ে পড়ুয়ারা কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আনন্দাশ্রুতে ভাসতে থাকা এক তরুণ ছাত্র বলেন, যুদ্ধবিধ্বস্ত একটি দেশ থেকে নিরাপদে মানুষজনকে সরিয়ে আনা মুখের কথা নয়, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একে সম্ভব করেছেন। 

ইন্ডিগোর এই উড়ানটি বুধবার ভারতীয় সময় রাত ১০টা ৩৫ মিনিটে ইস্তানবুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়েছিল, এটি আজ সকাল ৮টা ৩১ মিনিটে নতুন দিল্লিতে পৌঁছায়। 

এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো ও স্পাইসজেট, ‘অপারেশন গঙ্গা’ মিশনে যোগ দিয়ে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি থেকে দিল্লি ও মুম্বাই পর্যন্ত একাধিক উড়ান চালাচ্ছে। 

 

CG/SD/SKD/



(Release ID: 1802695) Visitor Counter : 152