স্বরাষ্ট্র মন্ত্রক

মোদী সরকার পরিযায়ী এবং পুনর্বাসিত ব্যক্তিদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সাতটি উপ-কর্মসূচি ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত চালু রাখার প্রস্তাব অনুমোদন করেছে


এই কর্মসূচি চালিয়ে যেতে মোট বরাদ্দের পরিমাণ ১,৪৫২ কোটি টাকা

Posted On: 02 MAR 2022 3:01PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২ মার্চ, ২০২২
 
মোদী সরকার পরিযায়ী  এবং পুনর্বাসিত ব্যক্তিদের ব্যক্তিদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সাতটি উপ-কর্মসূচি ২০২১-২২ থেকে ২০২৫-২৬ পর্যন্ত চালু রাখার প্রস্তাব অনুমোদন করেছে। চার বছর মেয়াদি এই কর্মসূচি খাতে বরাদ্দের পরিমাণ ১,৪৫২ কোটি টাকা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে এই কর্মসূচির সুযোগ-সুবিধা সুফলভোগীদের কাছে পৌঁছে দেওয়া হবে। 
 
পরিযায়ী  এবং পুনর্বাসিত যেসব ব্যক্তিকে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে, তাঁদের জন্য এই কর্মসূচি উপার্জনের সুযোগ করে দেওয়ার পাশাপাশি আর্থিক কর্মকাণ্ডের মূলস্রোতে যুক্ত করতেও সাহায্য করবে। 
 
সরকার বিভিন্ন সময় একাধিক কর্মসূচি শুরু করেছে। এই সাতটি উপ-কর্মসূচি নিম্নলিখিত ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে : 
 
*পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং ছম্ব-এ বাস্তুচ্যুত পরিবারগুলিকে ত্রাণ ও পুনর্বাসন,
 
*শ্রীলঙ্কায় তামিল শরণার্থীদের ত্রাণ সহায়তা,
 
*ত্রিপুরায় ত্রাণ শিবিরে থাকা ব্রু সম্প্রদায়ের মানুষদের ত্রাণ সহায়তা,
 
*১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ,
 
*সন্ত্রাসবাদ, উগ্রপন্থা, সাম্প্রদায়িক / চরম বামপন্থাজনিত হিংসার ঘটনা এবং ভারতীয় ভূখণ্ডে সীমান্ত পারের গোলাগুলি তথা মাইন / আইইডি বিস্ফোরণে হতাহত মানুষ সহ জঙ্গি হানায় ক্ষয়ক্ষতির শিকার অসামরিক ব্যক্তিদের পরিবারগুলিকে আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ-সুবিধা,
 
*কেন্দ্রীয় তিব্বতী ত্রাণ সমিতি (সিটিআরসি)-কে অনুদান সহায়তা,
 
*বাংলাদেশের তৎকালীন ভারতীয় ছিটমহল থেকে ফেরত আসা ৯২২ জনের পুনর্বাসন এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় তৎকালীন বাংলাদেশী ৫১টি ছিটমহলের পরিকাঠামোর উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ সরকারকে অনুদান সহায়তা দেওয়া হচ্ছে।
 
 
CG/BD/DM/


(Release ID: 1802471) Visitor Counter : 161