স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৭ কোটি ৭০ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ১৮ লক্ষেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৫৯ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯১৫

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৪৭২

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ১.১১ শতাংশ

Posted On: 01 MAR 2022 9:36AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০১ মার্চ, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ১৮ লক্ষ ২২ হাজার ৫১৩। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭৭ কোটি ৭০ লক্ষ ২৫ হাজার ৯১৪।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

প্রিকশন ডোজ

,০৪,০১,৬০৯

 

৯৯,৬৭,৮৫৭

 

 

৪১,৮১,৭৬৬

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,০৯,৫৮৫

 

,৭৪,৪৩,৫১৪

 

৬২,৩৭,০৬৮

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৪৮,৯১,৩৭০

 

,৭৯,৭৬,০৬২

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৫,১৮,৭১,১৪১

 

৪৪,৪৭,২২,৯৪৩

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,২২,৮২,৩৫৮

 

১৮,০২,৬৪,৩৬৬

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৬৪,১৯,৫২৪

 

১১,২২,৮০,৪৩৪

 

৯৬,৭৬,৩১৭

 

 

প্রিকশন ডোজ

,০০,৯৫,১৫১

 

মোট

 

,৭৭,৭০,২৫,৯১৪

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮৬৪ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২৩ লক্ষ ২৪ হাজার ৫৫০।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯১৫ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯২ হাজার ৪৭২ হয়েছে, যা মোট আক্রান্তের ০.২২ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ৯ লক্ষ ১ হাজার ৬৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৬ কোটি ৮৩ লক্ষ ৮২ হাজার ৯৯৩।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.১১ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ০.৭৭ শতাংশ।

 

CG/SS/SB



(Release ID: 1802072) Visitor Counter : 136