মন্ত্রিসভারঅর্থনৈতিকবিষয়সংক্রান্তকমিটি
কেন্দ্রীয় মন্ত্রিসভা পাঁচ বছর মেয়াদে ১,৬০০ কোটি টাকা ব্যয়ে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন রূপায়ণের প্রস্তাব অনুমোদন করেছে
Posted On:
26 FEB 2022 1:55PM by PIB Kolkata
নতুন দিল্লি, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা সারা দেশে জাতীয় স্তরের প্রকল্প হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন শুরু করার প্রস্তাব অনুমোদন করেছে। এজন্য আগামী পাঁচ বছরে ১,৬০০ কোটি টাকার বাজেট সংস্থান করা হয়েছে। জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ (এনএইচএ) আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন (এবিডিএম) রূপায়ণ করবে। ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা বিগত কয়েক বছর ধরেই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। সেই সঙ্গে কো-উইন, আরোগ্য সেতু এবং ই-সঞ্জিবনী উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ভূমিকা আরও বেশি করে প্রমাণিত হয়েছে। তাই, সম্পদের সর্বাধিক সদ্ব্যবহার এবং যথাযথ স্বাস্থ্য পরিচর্যা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এধরণের উদ্যোগগুলিকে একত্রিত করার প্রয়োজন দেখা দেয়।
জন ধন, আধার এবং মোবাইল - পরিভাষায় জেএএম বা ত্রিমুখী কৌশল এবং সরকারের অন্যান্য ডিজিটাল উদ্যোগগুলির ওপর ভিত্তি করে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন স্বাস্থ্য সম্পর্কিত ডেটা বা তথ্য এবং পরিকাঠামোগত পরিষেবার মাধ্যমে এক অবাধ অনলাইন প্ল্যাটফর্ম গড়ে তুলছে। একই সঙ্গে স্বাস্থ্য সম্পর্কিত ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং গোপনীয়তাও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সুনিশ্চিত করা হচ্ছে।
আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে সাধারণ মানুষ তাদের আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্ট নাম্বার তৈরি করতে পারবেন। এই নাম্বারের সাহায্যে তাদের যাবতীয় স্বাস্থ্য সম্পর্কিত ডিজিটাল রেকর্ড নথিভুক্ত করা সম্ভব হবে। এই মিশন গুণগত মানের অভিন্ন স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ায় উন্নতি ঘটাবে। সেই সঙ্গে টেলি-মেডিসিনের মত প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে উৎসাহিত করবে।
ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের পরীক্ষামূলক রূপায়ণ সফল ভাবে শেষ হয়েছে। এই কর্মসূচি পরীক্ষামূলক ভাবে রূপায়ণের সময় ডিজিটাল স্যান্ড বক্স তৈরি করা হয়। চলতি মাসের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৭ কোটি ৩৩ লক্ষ ৬৯ হাজার ৮৭টি আয়ুষ্মান ভারত হেল্থ অ্যাকাউন্ট তৈরি হয়েছে। একই ভাবে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সঙ্গে ১০ হাজার ১১৪ জন চিকিৎসক এবং ১৭ হাজার ৩১৯টি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র যুক্ত হয়েছে।
আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন শুধুমাত্র জনস্বাস্থ্য ব্যবস্থায় প্রমাণ ভিত্তিক কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেই সহায়ক হবে না, সেই সঙ্গে এই কর্মসূচি উদ্ভাবনের অনুঘটক হয়ে উঠবে এবং স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
CG/BD/AS/
(Release ID: 1801473)
Visitor Counter : 265
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam
,
Malayalam