প্রতিরক্ষামন্ত্রক
ভারতীয় বিমানবাহিনী বৃটেনে কোবরা ওয়ারিয়র মহড়ায় অংশ নেবে
Posted On:
23 FEB 2022 2:17PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
ভারতীয় বিমানবাহিনী সহ বেশ কয়েকটি দেশের বিমানবাহিনী ৬-২৭শে মার্চ বৃটেনের ওয়াডিংটনের ‘এক্স কোবরা ওয়ারিয়র ২২’ মহড়ায় অংশগ্রহণ করবে। ভারতীয় বিমানবাহিনী হাল্কা যুদ্ধ জাহাজ তেজস এই মহড়ায় তার দক্ষতা তুলে ধরবে। বিভিন্ন দেশের বিমানবাহিনীর ভালো রণকৌশলগুলি তুলে ধরাই এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। বৃটেনে ৫টি তেজস যুদ্ধ বিমানকে পাঠানো হবে। ভারতীয় বিমানবাহিনী সি-১৭ যুদ্ধ বিমান মহড়ায় তেজস যুদ্ধ বিমানগুলিকে বৃটেনে যাওয়া-আসার ক্ষেত্রে সহযোগিতা করবে।
CG/CB/SB
(Release ID: 1800550)
Visitor Counter : 209