প্রতিরক্ষামন্ত্রক
ডিআরডিও ‘বিজ্ঞান সর্বত্র পুজ্যতে’ অনুষ্ঠানে অংশ নিয়েছে; দেশের ১৬টি শহরে প্রদর্শনীর আয়োজন করেছে
Posted On:
22 FEB 2022 3:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২২
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) দেশের স্বাধীনতার ৭৫ বছরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে দেশ জুড়ে আয়োজিত ‘বিজ্ঞান সর্বত্র পুজ্যতে’ অনুষ্ঠানে অংশ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনী বিষয় তুলে ধরতে চলতি বছরের ২২-২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত সর্বত্র ‘বিজ্ঞান সর্বত্র পুজ্যতে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এরই অঙ্গ হিসাবে ডিআরডিও দেশের ১৬টি শহরে ‘অমৃত মহোৎসব বিজ্ঞান প্রদর্শনী : ২০৪৭-এর পথনির্দেশিকা’ শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে। আগ্রা, আলমোড়া, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চন্ডীগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, হায়দরাবাদ, যোধপুর, লেহ্, মুম্বাই, মহীশূর, পুনে, তেজপুর, এর্নাকুলাম, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনমে বিজ্ঞান ও প্রযুক্তির উপর ডিআরডিও-র এই প্রদর্শনী আয়োজিত হয়েছে। এর মাধ্যমে গবেষণা ও উন্নয়ন সংস্থা হিসাবে ডিআরডিও যে কাজ করে চলেছে, তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি, ২০৪৭ সালের লক্ষ্যে প্রযুক্তি সম্পর্কে চিন্তাভাবনা ও প্রয়াস এই প্রদর্শনীতে স্থান পেয়েছে।
নাগ, ম্যান পোর্টেবল অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল (এমপিএটিজিএম), আকাশ, ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের মডেল, মিশন শক্তি, থ্রিডি সেন্ট্রাল অ্যাক্যুইজিশন র্যাডার, ইলেক্ট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেম, ব্রিজ লেয়ার ট্যাঙ্ক ইত্যাদি এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। সপ্তাহব্যাপী চলা এই প্রদর্শনীতে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়নের উপর বিশিষ্ট বিজ্ঞানীরা বক্তব্য রাখবেন।
কেন্দ্রীয় সরকার দেশের স্বাধীনতার ৭৫ বছরে স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানাতে এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের কৃতিত্ব প্রদর্শনের জন্য বছরব্যাপী আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে। এরই অঙ্গ হিসাবে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত বিভিন্ন সংস্থা রাজ্যস্তরে একাধিক সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে বিজ্ঞান ও প্রযুক্তির সাফল্যের দিক তুলে ধরার উদ্যোগ নিয়েছে। ‘বিজ্ঞান সর্বত্র পুজ্যতে’ শীর্ষক ‘অমৃত মহোৎসব বিজ্ঞান’ অনুষ্ঠানে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে প্রতিরক্ষা, মহাকাশ, স্বাস্থ্য, কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা হবে।
CG/SS/SB
(Release ID: 1800353)
Visitor Counter : 131