স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭৫ কোটি ৩ লক্ষ ছাড়িয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় ৩৬ লক্ষ ২৮ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২১ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ২২,২৭০
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২,৫৩,৭৩৯
সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার বর্তমানে ২.৫০ শতাংশ
Posted On:
19 FEB 2022 9:38AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৩৬ লক্ষ ২৮ হাজার ৬৭৮। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭৫ কোটি ৩ লক্ষ ৮৬ হাজার ৮৩৪।
মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:
স্বাস্থ্য কর্মী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,০৪,০০,৪৯২
৯৯,৪৯,৮৩৩
৪০,২২,৯৬২
|
অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১,৮৪,০৭,৪২৮
১,৭৪,১১,৪৭৭
৫৭,৮৩,৬৯০
|
১৫-১৮ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫,৩৪,৩১,০২৭
২,০৬,৮১,৮২৮
|
১৮-৪৪ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
৫৫,০০,৩১,৯৮০
৪৩,৪২,৯৪,৬২৭
|
৪৫-৫৯ বছর বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
|
২০,,১৯,৮৬,৩০৬
১৭,৮০,২৩,৩৩৩
|
৬০ বছরের বেশি বয়সী
|
প্রথম ডোজ
দ্বিতীয় ডোজ
প্রিকশন ডোজ
|
১২,৬১,৬১,৮৯৭
১১,০৯,০৬,৪৬৮
৮৮,৯৩,৪৮৯
|
|
প্রিকশন ডোজ
|
১,৮৭,০০,১৪১
|
|
মোট
|
১,৭৫,০৩,৮৬,৮৩৪
|
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ হাজার ২৯৮ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ২০ লক্ষ ৩৭ হাজার ৫৩৬।
জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৮.২১ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন।
দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ৫৩ হাজার ৭৩৯ জন হয়েছে, যা মোট আক্রান্তের ০.৫৯ শতাংশ।
দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১২ লক্ষ ৩৫ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৫ কোটি ৮১ লক্ষ ২৭ হাজার ৪৮০।
দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ২.৫০ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ১.৮০ শতাংশ।
CG/BD/DM/
(Release ID: 1799593)
Visitor Counter : 143