নতুনওপুনর্নবীকরণযোগ্যজ্বালানিমন্ত্রক

কেন্দ্রীয় নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে ‘নিউ ফ্রন্টিয়ার্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করবে

Posted On: 15 FEB 2022 10:27AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

 

কেন্দ্রীয় নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে আগামীকাল থেকে ১৮ তারিখ পর্যন্ত ‘নিউ ফ্রন্টিয়ার্স’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আগামীকাল বিজ্ঞান ভবনে শক্তি রূপান্তর ক্ষেত্রে ভারতের অগ্রণী ভূমিকা শীর্ষক বিষয়ে একটি আলোচনাসভার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ তথা নবীন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী শ্রী আর কে সিং এবং বিভাগীয় প্রতিমন্ত্রী শ্রী ভগবন্ত খুবা ভাষণ দেবেন। এই উপলক্ষে শক্তি ক্ষেত্রের রূপান্তরে নাগরিক-কেন্দ্রিক প্রয়াস সম্পর্কিত একটি স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখানো হবে। এরপর, বিভাগীয় মন্ত্রী ছাত্রছাত্রী তথা চিন্তনবিদদের সঙ্গে একটি প্রশ্নোত্তর অনুষ্ঠানে অংশ নেবেন। বিভাগীয় প্রতিমন্ত্রী শক্তি ক্ষেত্রের অগ্রণী শিল্পপতিদের সংবর্ধনা জানাবেন। একই সঙ্গে, এনার্জি কমপ্যাক্ট শীর্ষক একটি ছোট পুস্তিকা প্রকাশ করা হবে। 

এই অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আগামী ১৭ তারিখ তিনটি পৃথক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। ওয়েবিনারের বিষয় হ’ল – পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে মহিলাদের ভূমিকা; শক্তি ক্ষেত্রে রূপান্তরে আন্তর্জাতিক সৌরজোটের ভূমিকা; দূষণমুক্ত ও সুলভে শক্তি যোগানের ক্ষেত্রে ক্লিন-টেক স্টার্টআপ এবং জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় যুক্ত সংস্থাগুলির প্রয়াস। 

মন্ত্রক আগামী ১৮ তারিখ ‘নিউ ফ্রন্টিয়ার্স’ অনুষ্ঠানের অঙ্গ হিসাবে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে একটি চিন্তন শিবিরের আয়োজন করেছে। এই শিবিরের আলোচ্য বিষয় ২০৭০ সালের মধ্যে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যতে নামিয়ে আনার লক্ষ্যে রূপরেখা গ্রহণ। বণিকসভা ফিকির মহানির্দেশকের ভাষণের মধ্য দিয়ে শিবিরের সূচনা হয়। এরপর, বিভাগীয় মন্ত্রী শ্রী সিং মূল ভাষণ দেবেন। 

 

CG/BD/SB



(Release ID: 1798490) Visitor Counter : 230