স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক

ভারতে কোভিড-১৯ টিকাকরণ ১৭০ কোটি ২১ লক্ষ ছাড়িয়েছে


দেশে গত ২৪ ঘণ্টায় ৫৫ লক্ষ ৭৮ হাজারেরও বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৬.৪৬ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৫৯৭

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ লক্ষ ৯৪ হাজার ৮৯১

সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার ৮.৩০ শতাংশ

Posted On: 08 FEB 2022 9:30AM by PIB Kolkata

নয়াদিল্লি, ০৮ ফেব্রুয়ারি, ২০২২

 

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ টিকাকরণের সংখ্যা ৫৫ লক্ষ ৭৮ হাজার ২৯৭। আজ সকাল ৭টা পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, মোট টিকাকরণের সংখ্যা ১৭০ কোটি ২১ লক্ষ ৭২ হাজার ৬১৫।

মোট টিকাকরণের পরিসংখ্যান নিম্নরূপ:

স্বাস্থ্য কর্মী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

 

প্রিকশন ডোজ

,০৩,৯৮,১০০

 

৯৯,০৭,৫৮৪

 

 

৩৭,০০,৫৭৩

 

অগ্রভাগে থাকা করোনা-যোদ্ধা

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

,৮৪,০২,৩৪৩

 

,৭৩,২৯,৩৩৭

 

৪৮,৮৪,৪২৪

 

১৫-১৮ বছর বয়সী

 

 

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

,৯৯,৮৭,৩১৪

 

৭৫,৯০,৪৫৬

 

১৮-৪৪ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

৫৪,৫৫,০৯,০৫৭

 

৪১,৭৯,৬৭,৯৪৫

 

৪৫-৫৯ বছর বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

২০,১১,২৭,৪৩০

 

১৭,৪৪,৫৫,৭৮৩

 

৬০ বছরের বেশি বয়সী

প্রথম ডোজ

 

দ্বিতীয় ডোজ

 

প্রিকশন ডোজ

১২,৫৪,৮৭,২০৮

 

১০,৮৬,৮৩,৩৪৪

 

৬৭,৪১,৭১৭

 

 

প্রিকশন ডোজ

,৫৩,২৬,৭১৪

 

মোট

 

,৭০,২১,৭২,৬১৫

দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮০ হাজার ৪৫৬ জন। এর ফলে, মহামারী শুরুর সময় থেকে মোট আরোগ্যলাভের সংখ্যা ৪ কোটি ৮ লক্ষ ৪০ হাজার ৬৫৮।

জাতীয় স্তরে সুস্থতার হার বর্তমানে ৯৬.৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৫৯৭ জন।

দেশে সুস্পষ্টভাবে করোনায় আক্রান্তের সংখ্যা বর্তমানে ৯ লক্ষ ৯৪ হাজার ৮৯১ হয়েছে, যা মোট আক্রান্তের ২.৩৫ শতাংশ।

দেশে একদিকে যেমন নমুনা পরীক্ষার পরিকাঠামো বেড়েছে, তেমনই দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ লক্ষ ৪৬ হাজার ৫৩৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এর ফলে, সামগ্রিকভাবে মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৭৪ কোটি ২৯ লক্ষ ৮ হাজার ১২১।

দেশে একদিকে যখন নমুনা পরীক্ষার হার লাগাতার বেড়েছে, অন্যদিকে তখন সাপ্তাহিক-ভিত্তিতে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৮.৩০ শতাংশ। একইভাবে, দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছে ৫.০২ শতাংশ।


CG/SS/SB



(Release ID: 1796484) Visitor Counter : 142